গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পরমব্রতর পরোক্ষ টুইট
মধ্যবিত্তের হেঁশেলে আগুন গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। সেই পরিস্থিতিকেই কার্যত তুলে ধরেছেন পরম।
রং বদলের টলিউড। এক কথায় এই মুহূর্তে এটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনৈতিক পরিস্থিতি। কে কখন কোন রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছেন, তা বোঝা দায়। এর মধ্যেই রাজনৈতিক সচেতন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) টুইট জল্পনা বাড়ালো।
মধ্যবিত্তের হেঁশেলে আগুন গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। সেই পরিস্থিতিকেই কার্যত তুলে ধরেছেন পরম।
পরম টুইট করেছেন, ‘বিশুদ্ধ বাংলা মতে রবিবার খাসির মাংস খাবার সাধ হয়েছিল, কিন্তু বাড়িতে বলতে মুখ ঝামটা খেতে হল। “মাংস সেদ্ধ হতে যে বাড়তি গ্যাসটা পুড়বে সেটা কোথা থেকে আসবে ? গ্যাস এর দাম বেড়ে কোথায় গিয়েছে জানো?” শুনে পনির এর মতো ম্লান হয়ে গেলাম!’
বিশুদ্ধ বাংলা মতে রবিবার খাসির মাংস খাবার সাধ হয়েছিল , কিন্তু বাড়িতে বলতে মুখ ঝামটা খেতে হলো “মাংস সেদ্ধ হতে যে বাড়তি গ্যাস টা পুড়বে সেটা কোথা থেকে আসবে ? গ্যাস এর দাম বেড়ে কোথায় গ্যাছে জানো ?” শুনে পনির এর মতো ম্লান হয়ে গেলাম ! #জালাময়জ্বালানি
— parambrata (@paramspeak) March 7, 2021
রবিবার ছুটির দিনে মাংস-ভাত, বাঙালির নস্ট্যালজিয়া। বাঙালির অভ্যেস। গ্যাসের দাম বৃদ্ধির জন্য সেই অভ্যেসেরই এবার বদল ঘটতে চলেছে। অন্তত পরমের লেখায় তেমনই ইঙ্গিত রয়েছে। নিজের বাড়ির পরিস্থিতির কথাই তুলে ধরেছেন তিনি। কেন্দ্র বা রাজ্য কোনও সরকারের নাম না করেই আক্রমণ করেছেন।
একদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো সরকারি মঞ্চের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান পরমব্রত। আবার প্রয়োজনে সরকারের সমালোচনাও করেন। ফলে সক্রিয় রাজনীতিতে আদৌ তিনি যোগ দেবেন কি না, সে বিষয় এখনও স্পষ্ট নয়। এই টুইট একান্তই সাধারণ মানুষের জায়গা থেকে করা বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
আরও পড়ুন, বিজেপিতে যোগদানের দিনই মিঠুনের সঙ্গে ছবি পোস্ট, রাজনীতিতে যোগ দিচ্ছেন ঐন্দ্রিলা?