RG Kar Case: ‘নারীর শরীর যুদ্ধক্ষেত্র নয়’, প্রতিবাদে সরব পরমের পিয়াও নামলেন পথে

Piya Chakraborty: আরজি কর কাণ্ডে সরব হয়েছে ইন্ডাস্ট্রিও। টলিপাড়া থেকে বলিউড সেলিব্রিটি, সকলেই এই ঘটনায় মর্মাহত। তাই চুপ থাকতে পারলেন না পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। তিনিও নামলেন পথে।

RG Kar Case: 'নারীর শরীর যুদ্ধক্ষেত্র নয়', প্রতিবাদে সরব পরমের পিয়াও নামলেন পথে
Follow Us:
| Updated on: Aug 16, 2024 | 3:13 PM

তিলোত্তমার বিচার চেয়ে পথে পথে আন্দোলন করছেন বহু মানুষ। সকলের চোখ এখন এই তদন্তে। আরজি কর কাণ্ডে সরব হয়েছে ইন্ডাস্ট্রিও। টলিপাড়া থেকে বলিউড সেলিব্রিটি, সকলেই এই ঘটনায় মর্মাহত। তাই চুপ থাকতে পারলেন না পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। তিনিও নামলেন পথে। মৈত্রী সংস্থার হয়ে বেশ কিছু দাবি সামনে রাখলেন তিনি। এই সংস্থা মূলত পরিবার ও ব্যক্তিদের পারিবারিক সহিংসতা , মানসিক নির্যাতন, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা এবং পারিবারিক দ্বন্দ্ব সম্পর্কে সচেতন করে ও নানান উপায়ে সাহায্য করে থাকে।

সেই জায়গা থেকেই পিয়া পথে নেমে একাধিক দাবি সামনে রাখলেন। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে দিলেন, বর্তমানে তাঁদের লক্ষ্য কী? পিয়ার কথায়, ‘আমাদের দাবী: যথাযথ তদন্তের মধ্য দিয়ে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্ষণ ও খুনে জড়িত প্রতিটি নাম সামনে আনতে হবে, সুবিচার নিশ্চিত করতে হবে। এবং এই সূত্রে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের যে বিভিন্ন যোগ সাজশগুলো সামনে আসছে, সেগুলোর মুখোশ খুলে দিতে হবে, এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’

এখানেই শেষ নয় তিনি আরও বললেন, ‘মৈত্রীর পক্ষ থেকে দাবি কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, অবিলম্বে নিয়ম মেনে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করতে হবে| কমিটির প্রত্যেক সদস্যদের নাম ও ফোন নম্বর পাব্লিক করতে হবে | সেই মর্মে আর জি কর হাসপাতালের মধ্যে পোষ্টার সাঁটাতে হবে |’