রাতারাতি ১৬৫ কোটির বাড়ি ছাড়তে হচ্ছে নিক-প্রিয়াঙ্কাকে, হঠাৎ কী এমন হল?
Priyanka-Nick: জল জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে, যার জন্যে সেখানে বসবাস করা আর সম্ভব হচ্ছে না জুটির। সূত্রের খবর, বহু দিন ধরে চলছে এই সমস্যা, যার ফলে বিক্রেতার সঙ্গে আইনি লড়াইও বর্তমান। তবে বাড়ি বদল করছেন তাঁরা।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, লস এঞ্জেলসের বিলাস বহুল বাড়িতে তাঁরা থাকেন ২০১৯ সাল থেকে। তবে হঠাৎ এমন কী হল যে ২ কোটি টাকার বাড়ি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন জুটি? প্রিয়াঙ্কার এই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে। যার অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়। এক সুন্দর ভিলা, যাঁর প্রতিটা কোণায় কোণায় জড়িয়ে বিলাস বহু দ্রব্য। তবে মেয়েকে নিয়ে সেখানে আর থাকতে পারছেন না তিনি। কারণ একটাই, বাড়ির পরিস্থিতি। বাড়ি তিনি যবে থেকে কিনেছিলেন জলের সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। জল লিক হয়ে যাওয়া, জল জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে, যার জন্যে সেখানে বসবাস করা আর সম্ভব হচ্ছে না জুটির। সূত্রের খবর, বহু দিন ধরে চলছে এই সমস্যা, যার ফলে বিক্রেতার সঙ্গে আইনি লড়াইও বর্তমান। তবে বাড়ি বদল করছেন তাঁরা।
নতুন ঠিকানা কোথায়, তা এখনও সামনে আসেনি, তবে বসবাসের ক্ষেত্রে সমস্যার কারণেই যে তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন, তা সূত্র মারফৎ স্পষ্ট। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক সম্প্রতি ভারতে এসেছিলেন, নিকের কনসার্টের জন্য। তার জন্য দিন কয়েক ধরেই মুম্বই ছিল উত্তাল। প্রথম বার ‘জামাইবাবু’ আসার উন্মাদনায় ফুটছিল গোটা শহর। অবশেষে তিনি এলেন, গানও গাইলেন, কিন্তু তাঁর জন্য যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তা হয়তো নিজেও ভাবতে পারেননি তিনি। তিনি অর্থাৎ নিক জোনাস। জোনাস ব্রাদারস ব্যান্ড চুটিয়ে পারফর্ম করে গেলেন মুম্বইতে। সাধারণ তো বটেই, তাপসী পান্নুর মতো সেলেবও হাজির ছিলেন সেই কনসার্টে।
যেই না নিক গান গাইতে উঠেছেন ওমনি তারস্বরে চিৎকার শুরু করে দিয়েছিলেন দর্শক। কী বলছিলেন তাঁরা জানেন? নিক প্রিয়াঙ্কার স্বামী। প্রিয়াঙ্কা ‘দেশি গার্ল’। তাই সেই সুবাদেই নিক হলেন ভারতীয়ের ‘জামাইবাবু’। সম্পর্কের সেই হিসেব মাথায় রেখেই নিক গান গাইতে উঠতেই ‘জিজু জিজু’ বলে চিৎকার জুড়ে দিলেন ওঁরা। শুধু সাধারণ দর্শকই নন, চিৎকার জুড়ে দিয়েছিলেন তাপসী পান্নুও। উত্তেজিত হয়ে স্টোরি পোস্ট করে তিনি লিখেও দেন, “ওই যে জিজু গান গাইছে”। যদিও বাড়ি ফিরে পরিস্থিতিটা মোটেও সুখকর হল না জুটির জন্য।





