ইরফান-পুত্র বাবিলের ডেবিউ, অভিনন্দন জানালেন অমিতাভ বচ্চন

ইরফানের গুণমুগ্ধ তিনি। স্বাভাবিকভাবে বাবিলের ডেবিউতে খুশি বিগ বি।

ইরফান-পুত্র বাবিলের ডেবিউ, অভিনন্দন জানালেন অমিতাভ বচ্চন
বিগ বি-বাবিল
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 11:58 AM

প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান এবার বলিউডে ডেবিউ করছেন। নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘কালা’-তে অভিনয় করে বলিউডে তাঁর আত্মপ্রকাশ ঘটতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন ‘বুলবুল’খ্যাত পরিচালক অনভিতা দত্ত। প্রযোজনায় অনুষ্কা শর্মা। অনুষ্কা ‘বুলবুল’-এর টিম নিয়েই ‘কালা’ বানাচ্ছেন। এই ছবিতে বাবিলের বিপরীতে অভিনয় করবেন ‘বুলবুল’খ্যাত তৃপ্তি দামরি। ‘বুলবুল’ করেই তৃপ্তির হাতেখড়ি হয়েছিল বলিউডে। এবার অনুষ্কার হাত ধরেই বাবিলের আত্মপ্রকাশ বলিউডে।

কাশ্মীরের গুলমার্গে জোরকদমে চলছে ‘কালা’-র শুটিং। সেই শুটিংয়ের ফুটেজ শেয়ার করেছেন ছবির কলা-কুশলীরা। বাবিল নিজেও তাঁর সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ক্লিপিংস শেয়ার করেছেন। নজর এড়ায়নি অমিতাভ বচ্চনের। শুটিংয়ের এক ঝলক দেখে বিগ বি আপ্লুত। বাবিলের এই নতুন পথ চলাকে তিনি অভিনন্দন জানিয়েছেন।বাবিলের বাবা ইরফান খানের সঙ্গে সুজিত সরকারের ‘পিকু’-তে তিনি অভিনয় করেছিলেন। ইরফানের গুণমুগ্ধ তিনি। স্বাভাবিকভাবে বাবিলের ডেবিউতে খুশি বিগ বি। ছবির শুটিংয়ের একটি ফুটেজ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, “অনভিতাজি, আপনাদের অভিনন্দন….ছবির লুকটা একদম অন্যরকম হয়েছে। ছবির মেকিং দেখে ভাল লাগল।”

View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)

প্রথম সুযোগ পেয়ে বাবিলও খুব উত্তজিত। তিনিও সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের দৃশ্য শেয়ার করে লিখেছেন, “তৃপ্তি আবার ফিরে এসেছে, দারুণ লাগছে। আমার ডেবিউ ছবি হিসাবে প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম।আশা করব দর্শক আলাদা করে কোনও অভিনেতাকে না দেখে গোটা ছবিটা দেখে বিচার করবেন।”

আরও পড়ুন:মহাভারতে মশগুল প্রযোজক: ভিকি যখন ‘অশ্বত্থামা’, শাহিদ হচ্ছেন ‘কর্ণ’

প্রসঙ্গত উল্লেখযোগ্য গত বছর ২৯ এপ্রিল ইরফান খান মারা যান। বেশ কয়েক বছর ধরে তিনি এক দুর্লভ ক্যান্সারে ভুগছিলেন। ইরফান শুধু বলিউডে নয়, হলিউডেও কাজ করেছিলেন।