Viral Video: ‘অবিকল আলিয়া’, মায়ের কোন স্বভাব পেয়েছে রাহা? ক্যামেরায় পড়ল ধরা…
Raha Kapoor: রাহার কটা চোখ দেখে সকলেই প্রাথমিকভাবে রাজ কাপুরের সঙ্গে তুলনা টেনেছিলেন। পরবর্তীতে অনেকেই আবার ঋষি কাপুরের মুখের মিল পায়। এবার রাহা সকলের চোখে ছোট্ট আলিয়া ভাট। আলিয়ার মুখের আদলের সঙ্গে হবহু মিল যেন তার। শুধু কি তাই! মায়ের স্বভাবই যেন তার রক্তে।
রাহা কাপুর। গত একবছর ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চিত নাম। কারণ একটাই, কাপুর পরিবারের উত্তরসূরী। রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা বলে কথা। তাকে নিয়ে আলোচনা হবে না, এমন কি হয়? একেবারেই নয়। জন্ম লগ্ন থেকেই রাহা কাপুরকে নিয়ে স্রবত্র চর্চা ছিল তুঙ্গে। যদিও কাপুর পরিবারের শর্ত মেনে কেউ ছোট্ট রাহার ছবি টানা একবছর সামনে আনেননি। তবে খুব একটা অপেক্ষা করতে হয়নি। রণবীর কাপুর ও আলিয়া ভাট, দুজনেই তাঁদের সন্তানকে সামনে এনেছেন ২০২৩ সালের বড়দিনে। এই বিশেষ দিনে বিশেষ উপহারে আনন্দে ভেসেছিল নেটপাড়া।
ছোট্ট রাহাকে দেখা মাত্রই নানাজনের নানা মত সামনে উঠে আসতে দেখা গিয়েছিল। কাপুর পরিবারের উত্তরসূরীকে ঠিক কার মতো, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। যার উত্তর ছিল একটাই, রাজ কাপুর। রাহার কটা চোখ দেখে সকলেই প্রাথমিকভাবে রাজ কাপুরের সঙ্গে তুলনা টেনেছিলেন। পরবর্তীতে অনেকেই আবার ঋষি কাপুরের মুখের মিল পায়। এবার রাহা সকলের চোখে ছোট্ট আলিয়া ভাট। আলিয়ার মুখের আদলের সঙ্গে হবহু মিল যেন তার। শুধু কি তাই! মায়ের স্বভাবই যেন তার রক্তে।
View this post on Instagram
আলিয়াকে একাধিকবার দেখা গিয়েছে কানের কাছে হাত দিয়ে চুল সরাতে। যা রাহার ক্ষেত্রেও এক। সদ্য রণবীরের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে। বাবার আগে আগে হাটছে রাহা। বাবার হত ধরে ঠিক মায়ের আদলেই হাত দিয়ে সরিয়ে নিল সে নিজের চুল। এরপরই টেনিজেনদের মত, রাহা যেন ‘অবিকল আলিয়া’।