রিয়ালিটি শো’র মঞ্চ থেকেই বলিউডে বড় ব্রেক পেলেন ওড়িশার মেয়ে অরুন্ধতী
ওই ডান্স রিয়ালিটি শো’য়ে প্রথম থেকেই নজর কেড়েছিলেন অরুন্ধতী। তাঁর ‘হটকে’ ডান্সিং স্টাইলে মজেছিলেন শো-র বিচারক থেকে প্রতিযোগী।
নাম অরুন্ধতী গরনায়েক। বয়স ২৩। অংশ নিয়েছিলেন এক হিন্দি চ্যানেলের ডান্স রিয়ালিটি শো-য়ে। কিন্তু ভাগ্য যে এ ভাবে বদলে যাবে তা বোধহয় নিজেও ভাবেননি ওড়িশার মেয়ে অরুন্ধতী। রিয়ালিটি শো’র মঞ্চ থেকেই অরুন্ধতী পেলেন বলি-ব্রেক। তা-ও আবার ডান্স মাস্টার রেমো ডি’সুজ়ার পরবর্তী ছবিতে।
ওই ডান্স রিয়ালিটি শো’য়ে প্রথম থেকেই নজর কেড়েছিলেন অরুন্ধতী। তাঁর ‘হটকে’ ডান্সিং স্টাইলে মজেছিলেন শো-র বিচারক থেকে প্রতিযোগী। কিন্তু সংশ্লিষ্ট চ্যানেলের সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে অরুন্ধতীর এ বারের পারফর্ম্য়ান্স যেন ছাপিয়ে গিয়েছে তাঁর আগের পারফর্ম্য়ান্সগুলিকেও। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন শো’র সঞ্চালক রাঘব জুয়ালও। তিনিই অরুন্ধতীকে রেমোর পরবর্তী ছবিতে নেওয়ার প্রস্তাব দেন। এর পরেই সবাইকে অবাক করে তাঁর ডান্স-নির্ভর পরবর্তী ছবির একটি চরিত্রের জন্য অরুন্ধতীকে বেছে নেন রেমো। প্রথমটায় বিশ্বাস করতে পারেননি অরুন্ধতী নিজেও। রেমো তা নিয়ে অরুন্ধতীকে বলেন, “রাঘব কাউকে রেকমেন্ড করে না। ও রেকমেন্ড করছে মানে নিতেই হবে তোমায়।”
ছোটবেলা থেকেই নাচ ভালবাসেন অরুন্ধতী। কিন্তু একটা সময় এই নাচই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তাঁর জীবন থেকে। এক দুর্ঘটনায় শিরদাঁড়ায় মারাত্মক চোট পান তিনি। কিন্তু প্যাশন তাঁকে ছেড়ে যায়নি। মনের জোরে আবারও স্টেজে ফিরেছেন অরুন্ধতী। আঁকড়ে ধরেছেন তাঁর ভালবাসাকে। যে ভালবাসাই আজ তাঁকে এনে দিল বলিউডের টিকিট।
View this post on Instagram