Gaurav-Ridhima: ভারাক্রান্ত মনে গৌরব-ঋদ্ধিমার জামাই ষষ্ঠী পালন

Gaurav-Ridhima: প্রত্যেক বছরের মতো জামাই ষষ্ঠী পালন করছেন গৌরব-ঋদ্ধিমা। কিন্তু মনে নেই আনন্দ। সেই আক্ষেপের কথা লিখেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দুজনের।

| Edited By: | Updated on: Jun 05, 2022 | 9:53 PM
জামাই ষষ্ঠী এলেই জামাইদের শশুরবাড়িতে খাতিরই আলাদা। শাশুড়ি মায়েদের বিশেষ যত্নে দিনটাই হয়ে যায় আলাদা।

জামাই ষষ্ঠী এলেই জামাইদের শশুরবাড়িতে খাতিরই আলাদা। শাশুড়ি মায়েদের বিশেষ যত্নে দিনটাই হয়ে যায় আলাদা।

1 / 6
গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোয বিয়ে করেছেন ২০১৭ সালে।

গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোয বিয়ে করেছেন ২০১৭ সালে।

2 / 6
এই বছর তাঁদের এই বিশেষ দিনের মেনু।

এই বছর তাঁদের এই বিশেষ দিনের মেনু।

3 / 6
Gaurav-Ridhima: ভারাক্রান্ত মনে গৌরব-ঋদ্ধিমার জামাই ষষ্ঠী পালন

4 / 6
এই আশীর্বাদ আজকে করেননি ঋদ্ধিমার মা। কারণ ২০২১ সালে মে মাসে প্রয়াত হন ঋদ্ধিমার মা।

এই আশীর্বাদ আজকে করেননি ঋদ্ধিমার মা। কারণ ২০২১ সালে মে মাসে প্রয়াত হন ঋদ্ধিমার মা।

5 / 6
আজ দুই বছর তাঁকে ছাড়া এই বিশেষদিন পালন করতে মায়ের অভাব কতটা করছেন, তা-ই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে জানালেন ঋদ্ধিমা। গৌরবও সেই একই পোস্ট করেন।

আজ দুই বছর তাঁকে ছাড়া এই বিশেষদিন পালন করতে মায়ের অভাব কতটা করছেন, তা-ই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে জানালেন ঋদ্ধিমা। গৌরবও সেই একই পোস্ট করেন।

6 / 6
Follow Us: