ডেবিউ গানে স্কুলজীবন ঘুরে দেখালেন ঋতাভরী

ঋতাভরী নিজেও একজন ‘টিচার’। সল্টলেকের একটি স্কুল চালান তিনি। 'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'।

ডেবিউ গানে স্কুলজীবন ঘুরে দেখালেন ঋতাভরী
ঋতাভরী
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 5:24 PM

স্কুল লাইফ। যে জীবনে ভিড় করে আসে একগুচ্ছ স্মৃতি। সে স্মৃতিতে ধুলো মাখা পেন্সিল-রবার কম্পাস উঁকি মারে। সে স্মৃতিতে এখনও ক্লাসের পড়া মনমতো না হলে ঘুমিয়ে পড়া থাকে। বইয়ের ফাঁকে হারিয়ে যাওয়া চিরকুটে থাকে সে স্মৃতি। দিদিমণির বকা খাওয়া আর কান ধরে ওঠবোসেও যে স্মৃতি আজও জ্বলজ্বল করে। ফেলে আসা সব টুকরো স্মৃতি এক কোলাজে রাখা হয়েছে ভিডিওতে। সেই কোলাজে মিশে গেল গান। মুক্তি পেল ইউটিউবে।

‘দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা’ গানে সুর মেলালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। স্কুলের বন্ধুদের সঙ্গে সময়গুলো কাটাতে তিনি আবার ফিরতে চান তাঁর স্কুল ‘হরিয়ানা বিদ্যামন্দির’-এ।

 

আরও পড়ুন লোকে ভাবে আমরা হোর্ডিং লাগাই

 

 

কিন্তু ফিরব বললে ফেরা যায় নাকি?

“যায় না বলেই, গানের মাধ্যমে ঘুরে এলাম ছোটবেলার স্কুলে। বসে এলাম আমার ফেলে আসা সেই কাঠের বেঞ্চে” বললেন অভিনেত্রী।

চার মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে নিজের স্কুলকে ঘুরিয়ে দেখিয়েছেন ঋতাভরী। ক্লাসরুম, চক পেন্সিল, বেঞ্চ, করিডর, ক্লাসটিচারের বকুনি সব রেখে দিয়েছেন সযত্নে।

 

 

ঋতাভরী নিজেও একজন ‘টিচার’। সল্টলেকের একটি স্কুল চালান তিনি। ‘দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’। শ্রবণশক্তিহীন বাচ্চাদের স্কুল। ছাত্রছাত্রীদের ভবিষ্যত সুদৃঢ় করার দায়িত্ব নিয়েছেন তিনি। কথায় কথায় বললেন, “আমার গানের ভিডিওতে আমার ছোটবেলার কিছু অংশ রয়েছে, তাতে আমি ও আমার বেস্ট ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে আইডিয়াল স্কুলের দু’জন ছাত্রী । অঙ্কনা ও আয়েশা। কী অনবদ্য অভিনয়!”

তাঁর স্কুল ‘হরিয়ানা বিদ্যামন্দির’কে শ্রদ্ধা জানাতে ঋতাভরীর গলায় এই গান।

 

Untitled-1 copy

অঙ্কিতার সঙ্গে

 

যদি প্রশ্ন করা হয় স্কুলজীবন থেকে কী শিখলেন?
“যা খুশি তা-ই করার আনন্দ পেতকে। আরও ভালভাবে বলতে যা মন চায় তা-ই করার যে আনন্দ পাওয়া যায়, তা আমাকে শিখিয়েছে আমার স্কুল। ছোটবেলার সে সময়ে এই খেয়াল ছিল না কে আমাকে জাজ করছে। কে কী ভাবছে। লুকিয়ে টিফিন খাওয়া হোক, বা বকা খেয়ে ক্লাসের বাইরে বেরনো হোক, সেই ছেলেমানুষি এখনও নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছি।“

আর বন্ধুদের মিস করেন না?

“কিছুজনকে মিস করি, কিন্তু বেশিরভাগ বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। স্কুল ডেজ আর দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ।” বললেন ঋতাভরী চক্রবর্তী, (ক্লাস- এইট, সেকশন-বি. রোল নং-২, হরিয়ানা বিদ্যামন্দির)