‘সায়ানাইড’-এর সঙ্গে কীভাবে জুড়লেন রূপম ইসলাম?
সম্প্রতি মঞ্চে ঝড় তুললেন রূপম ইসলাম। এমনিতে গায়কের একক শো বা ফসিলস-এর শোয়ে অনুরাগীদের ভিড় সামলানো মুশকিল হয়। তবে এদিন সেরকম কোনও শো ছিল না। বরং 'দুর্গাপুর জংশন' ছবির জন্য 'সায়ানাইড' গানটা গেয়েছেন রূপম। সেই গানের লঞ্চেই মঞ্চে পারফর্ম করতে দেখা গেল রূপমকে। তাঁর সঙ্গে গলা মেলালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

সম্প্রতি মঞ্চে ঝড় তুললেন রূপম ইসলাম। এমনিতে গায়কের একক শো বা ফসিলস-এর শোয়ে অনুরাগীদের ভিড় সামলানো মুশকিল হয়। তবে এদিন সেরকম কোনও শো ছিল না। বরং ‘দুর্গাপুর জংশন’ ছবির জন্য ‘সায়ানাইড’ গানটা গেয়েছেন রূপম। সেই গানের লঞ্চেই মঞ্চে পারফর্ম করতে দেখা গেল রূপমকে। তাঁর সঙ্গে গলা মেলালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে বিক্রমকে প্রধান মুখ হিসাবে দেখা যাবে। কিছু দিন আগে সোহিনী সরকারের সঙ্গে জুটি বেঁধে বিক্রমের ‘অমর সঙ্গী’ ছবিটা মুক্তি পেয়েছিল। ফেব্রুয়ারি মাসের পর এপ্রিলের শেষে আবার বড়পর্দায় দেখা যাবে বিক্রমকে।
এই গানটা লিখেছেন সৈকত চট্টোপাধ্যায়, কৌস্তুভ কেসি আর রৌনক চক্রবর্তী। ছবিতে যে ঘটনার উল্লেখ থাকবে, সেই কথা মাথায় রেখেই গানের কথা সাজানো হয়েছে। রূপম ইসলামের অনুরাগীরা ফসিলস-এর বিভিন্ন গানের দিকে নজর রাখেন। তবে রূপমের পরিধি সেখানেই শেষ নয়। বাংলা ছবিতে গত দশ বছরে যেসব গান সুপারহিট হয়েছে, তার অনেকগুলো গেয়েছেন রূপম। আবার বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবেও কাজ করেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটা ছবিতে আবার রূপম গান গেয়েছেন ক্যাকটাসের সিধুর সঙ্গে। প্রথমবার দু’জনে একসঙ্গে প্লেব্যাক করলেন বলেই তাঁরা উচ্ছ্বসিত ছিলেন। লক্ষণীয় এপ্রিলে বেশ কয়েকটি বাংলা ছবির মুক্তি রয়েছে। পয়লা বৈশাখের মরসুমের পর এপ্রিল জুড়ে পাঁচটা বাংলা ছবি মুক্তি পাবে। এই মুহূর্তে সবক’টা ছবির প্রচারই শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুর জংশন ছবির প্রচার শুরু হলো মঞ্চে রূপম-বিক্রমের ডুয়েট দিয়ে।





