মুক্তি পেল ‘সাইনা’-র টিজার, ছবির পোস্টার ‘ট্রোলড’ হল সোশ্যাল মিডিয়ায়
সদ্যই মুক্তি পেয়েছে পরিনীতি চোপড়ার ‘সাইনা’-র টিজার। কিন্তু ছবির পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘ট্রোলিং’ ।
ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক আমল গুপ্তে। সাইনার চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। প্রযোজক ভূষণ কুমার। গত বছরেই ছবিটি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু অতিমারির কারণে ছবিটি রিলিজ করা সম্ভব হয়নি। অবশেষে ২৬ মার্চ ছবিটি রিলিজ করছে।
সদ্যই মুক্তি পেয়েছে ‘সাইনা’-র টিজার। ছবির পোস্টারও প্রকাশ্যে আসে। মুহূর্তে ছবির পোস্টার নিয়ে ‘ট্রোলিং’ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের দাবি ভুলভাবে পোস্টারটি ডিজাইন করা হয়েছে। পোস্টারে হাতের মুদ্রা ব্যাডমিন্টনের নয়, টেনিস খেলার। আর তা নিয়েই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
SAINA ? – TEASER
TRAILER COMING OUT SOON! ? https://t.co/UfO7JRYovA @NSaina #AmoleGupte #ManavKaul @eshannaqvi #BhushanKumar @deepabhatia11 @Sujay_Jairaj @raseshtweets #KrishanKumar @AmaalMallik @manojmuntashir @kunaalvermaa77 @TSeries #FrontFootPictures #AGCPL
— Parineeti Chopra (@ParineetiChopra) March 4, 2021
চুপ করে ছিলেন পরিচালক আমল গুপ্তে। কিন্তু শেষমেশ তাঁর ধৈর্যের বাঁধ ভাঙে। গতকাল রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন “ ‘ডিজিট্যাল মিডিয়ায় বড্ড বেশি স্পেকুলেশন…. রাহুল নন্দার করা হাই-কনসেপ্ট পোস্টার! অথচ গভীরে না গিয়েই লোকজন কত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করছে। সত্য়ি এটা নিয়ে ভাবনার সময় এসেছে।”
প্রথমে একটি ওটিটি প্ল্যাটর্ফমে ছবিটি রিলিজ করার কথা ভেবেছিল প্রযোজনা সংস্থা। সেই মত একটি নির্দিষ্ট ওটিটির সঙ্গে অনেক দূর কথাও এগিয়েছিল। কিন্তু ভারত সরকার একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দেবার পর মত পরিবর্তন করে প্রযোজনা সংস্থা। সিনেমা হলেই ছবিটি রিলিজ করার সিদ্ধান্ত নেন তারা। প্রথমে ঠিক হয়েছিল ৯ এপ্রিল ছবিটি রিলিজ করবে। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ মার্চ গোটা দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করবে ‘সাইনা’।
আরও পড়ুন :‘দশভি’র দশম দিনে ‘লুক রিভিল’ অভিষেকের