Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ম্যাক্সি পরে তাইল্যান্ডের ফিফি দ্বীপের বিচে নাচ স্যান্ডির; নেটিজ়েনরা বললেন, ‘কেন বিকিনি পরলে না…’

Sandy Saha: স্যান্ডি সাহা ম্যাক্সি পরেন। যে সমস্ত ম্যাক্সি বাড়ির মা-বোনেরা পরেন। সেই সমস্ত ম্যাক্সি পরে তিনি ভিডিয়ো তৈরি করেন প্রকাশ্য রাস্তায়। পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী বিদেশের মাটিতেও ম্যাক্সি পরে বেরিয়ে পড়েন স্যান্ডি। তাঁকে দেখে তাক লেগে যায় বাকি সকলের।

ম্যাক্সি পরে তাইল্যান্ডের ফিফি দ্বীপের বিচে নাচ স্যান্ডির; নেটিজ়েনরা বললেন, 'কেন বিকিনি পরলে না...'
স্যান্ডি সাহা।
Follow Us:
| Updated on: Jan 22, 2024 | 5:09 PM

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন পশ্চিমবঙ্গের সন্দীপ সাহা। তাঁর ফলোয়াররা তাঁকে চেনেন স্যান্ডি সাহা নামে। কে এই স্যান্ডি? কেন তাঁর তো বিপুল জনপ্রিয়তা। যাঁ সাধারণ মানুষ কল্পনাতেও করতে পারবেন না, স্য়ান্ডি তাই করে দেখাতে পারেন অনায়াসে। চিরকালই নিজের ওরিয়েন্টেশন নিয়ে সোজাসাপ্টা কথা বলতে পারেন স্যান্ডি। যে সব বিষয়ে ছুঁতমার্গ থাকে মানুষের, তা নিয়ে বুক বাজিয়ে তর্ক করতে পারেন তিনি। সবচেয়ে বড় কথা, স্য়ান্ডি তৈরি করতে পারেন মজার-মজার রিলস এবং ভিডিয়ো। কিছু ক্ষেত্রে সেই সমস্ত রিলস এবং ভিডিয়োতে কটাক্ষ করা হয় তাঁকে নিয়ে। কিন্তু সবটাই খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নেন স্য়ান্ডি।

স্যান্ডি সাহা ম্যাক্সি পরেন। যে সমস্ত ম্যাক্সি বাড়ির মা-বোনেরা পরেন। সেই সমস্ত ম্যাক্সি পরে তিনি ভিডিয়ো তৈরি করেন প্রকাশ্য রাস্তায়। পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী বিদেশের মাটিতেও ম্যাক্সি পরে বেরিয়ে পড়েন স্যান্ডি। তাঁকে দেখে তাক লেগে যায় বাকি সকলের।

সম্প্রতি তাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন স্যান্ডি সাহা। তাইল্যান্ডের সমুদ্র সৈকত ফিফি আইল্যান্ডে গিয়েছেন তিনি। স্যান্ডির পরনে ছিল হালকা হলুদ রঙের ম্যাক্সি। সেই ম্যাক্সি পরে তিনি জলের মধ্যে দৌড়ে বেড়ান, নেচে বেড়ান। তাঁর সাম্প্রতিকতম ভিডিয়োতে স্যান্ডি মেতে ওঠেন হৃত্বিক রোশনের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ গানের সঙ্গে। তাঁর সেই নাচের সঙ্গে তাল মিলিয়েছেন এক সুন্দরী মহিলাও। সেই মহিলার পরনে লাল রঙের বিকিনি। তাঁকে দেখতেও লাগছে সুন্দর। এই ভিডিয়ো পোস্ট হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে স্যান্ডি সাহার ওয়ালে। নেটিজ়েনরা লেখেছেন, “স্যান্ডি আপনিও তো বিকিনি পরতে পারতেন…”