এক্সপ্রেশন দিতে গিয়ে ভক্তের কথায় হেসে গড়িয়ে পড়লেন সারা, ভাইরাল ভিডিয়ো

আগুনরঙা স্কার্ট আর লাল টপ পরেছিলেন সারা। পাপারাৎজির একের পর এক আবদার মেটাচ্ছিলেন হাসিমুখেই। হঠাৎই ভিড়ের মধ্যে একজনকে তিনি জিজ্ঞাসা করেন, “অল গুড"?

এক্সপ্রেশন দিতে গিয়ে ভক্তের কথায় হেসে গড়িয়ে পড়লেন সারা, ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2021 | 8:36 PM

মুম্বইয়ের জুহুতে সারাকে ঘিরে ধরেছিল ফোটোশিকারিরা। কিন্তু এক্সপ্রেশন দিতে গিয়েই বাধল ‘বিপত্তি’। ভক্তের কথায় হেসে গড়িয়ে পড়লেন সারা। জিজ্ঞেস করলেন “সব ভাল তো?”

আগুনরঙা স্কার্ট আর লাল টপ পরেছিলেন সারা। পাপারাৎজির একের পর এক আবদার মেটাচ্ছিলেন হাসিমুখেই। হঠাৎই ভিড়ের মধ্যে একজনকে তিনি জিজ্ঞাসা করেন, “অল গুড”?

আর তার পরেই হাসি। যদিও  সারার পাশের ব্যক্তি ক্যামেরায় ধরা দেননি। তাঁর কোন প্রশ্নতে নবাব-কন্যার মুখে এত হাসি জানা যায়নি তাও। ভিড়ের মধ্যে একজন সারাকে বলেন, “আপনার পরবর্তী ছবি আতরাঙ্গির জন্য অপেক্ষা করছি”। তাঁর দিকেও মিষ্টি হাসি ছুড়ে দেন সারা।

সারার আসন্ন ছবি ‘আতরাঙ্গি’তে তিনি ছাড়াও দেখা যাবে অক্ষয় কুমার এবং ধনুশকে। পরিচালক আনন্দ এল রাই। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে সারার ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তি পেয়েছে। সে ছবির ট্রেলার সাফল্য পেলেও দর্শকমহলে অতিরঞ্জিত অভিনয়ের জন্য সমালোচিত হতে হয়েছিল সারা-বরুণ দু’জনকেই।