মুক্তি পেল ফারহান আখতার অভিনীত ‘তুফান’-এর টিজার, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাল বলিউড

'তুফান'-এর টিজার দেখে শাহরুখ খান টুইট করেছেন, “ কাজের প্রতি তোমার নিষ্ঠা দেখে আমি বরাবরই অনুপ্রাণিত হই।” বাকিরা কী বলেলন?

মুক্তি পেল ফারহান আখতার অভিনীত ‘তুফান’-এর টিজার, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাল বলিউড
'তুফান'-এর পোস্টার
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 8:46 PM

শুক্রবার মুক্তি পেল বহু-প্রতীক্ষিত ফারহান আখতার অভিনীত ‘তুফান’-এর টিজার। মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে টিজারটি। ‘তুফান’ ক্রীড়াকেন্দ্রিক ছবি। ফারহান আখতার এই ছবিতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করছেন। পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা। টিজারটি মুক্তির পরেই গোটা বলিউড সোশ্যল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করে। শাহরুখ খান থেকে হৃত্বিক রোশন সকলেই টিজার দেখে অভিভূত। সোশ্যাল মিডিয়ায় ‘তুফান’ টিমকে অভিনন্দন জানিয়েছেন।

শাহরুখ খান ফারহান আখতারের সঙ্গে ‘ডন’-এ কাজ করেছেন। তিনি টুইট করে লিখেছেন, “ কাজের প্রতি তোমার নিষ্ঠা দেখে আমি বরাবরই অনুপ্রাণিত হই।” হৃত্বিক রোশন এবং ফারহান দু’জনেই ভাল বন্ধু। দু’জনে একসঙ্গে ‘জিন্দেগি না মিলেগি দুবারা’-তে কাজও করেছেন। হৃত্বিক লিখেছেন, “পাওয়ার প্যাকড টিম! ফারহান, আমি সত্যি বাকরুদ্ধ।” পরিণীতি চোপড়াও ফারহান আখতার এবং গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন।

ফারহান ছাড়াও ‘তুফান’-এ আছেন ম্রুনাল ঠাকুর এবং পরেশ রাওয়াল। পরিচালক রাকেশ ওমপ্রকাশের সঙ্গে ফারহান আখতারের এটি দ্বিতীয় কাজ। এর আগে দু’জনে ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

‘তুফান’ সিনেমা হলে নয়, ওটিটিতেই রিলিজ করছে। গত বছর সেপ্টেম্বরেই রিলিজ করার কথা ছিল ‘তুফান’-এর। কিন্তু তখন লকডাউনের জন্য পিছিয়ে যায় ছবির রিলিজ। কিন্তু আজ যখন বিগ-টিকিট ছবিগুলো সিনেমা হলে রিলিজের পরিকল্পনা করছে তখন ‘তুফান’-এর প্রযোজক-পরিচালক ওটিটিতেই রিলিজ করার কথা ভাবছেন কেন? সিনেমার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন সিনেমা হলগুলো খুললেও দর্শক এখনও সেইভাবে আসছেন না। সিনেমা হলে রিলিজ করলে এখনও বক্স-অফিস কালেকশন নিয়ে একটা আশঙ্কা থেকেই গিয়েছে। কিন্তু ওটিটিতে রিলিজ করলে অনেকটাই টাকা-ওঠার ব্যাপারে অনেকটাই বুক-বাঁধা। এই কারণেই ‘তুফান’ সিনেমা হলে নয়, ওটিটিতে রিলিজ করছে।

আরও পড়ুন :অক্ষয়ের সঙ্গে অশান্তি? টুইঙ্কলের পোস্টে কোন সত্যি প্রকাশ পেল?