আন্তর্জাতিক স্টান্ট অ্যাওয়ার্ডে শাহরুখ বনাম শাহরুখ, নয়া চমকের পথে ‘জওয়ান’ ‘পাঠান’

Shah Rukh Khan Action: ঝুলি থেকে বেড়াল একবার নয়, বেরল দু-দুবার। পাঠানের পর 'জাওয়ান'। একের পর এক 'বাজিমাত'। তবে এই সব ছবি যে অস্কার দৌড়ের জন্য নয়, টানটান বাণিজ্যিক ছবি যে আর্টের কথা ভেবে তৈরি হয় না, তা আগেই খোলসা করেছিলেন এক সাক্ষাৎকারে বলিউডে অপর স্তম্ভ সলমন খান।

আন্তর্জাতিক স্টান্ট অ্যাওয়ার্ডে শাহরুখ বনাম শাহরুখ, নয়া চমকের পথে 'জওয়ান' 'পাঠান'
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 2:22 PM

অ্যাকশন, একটা সময় ছিল যখন পর্দায় ‘লার্জার দ্যান লাইফ’ হিরো মানেই স্বপ্নের পুরুষ। একাই একশো জনের সঙ্গে লড়াই করে তিনি রক্ষা করতে পারেন পরিবার-পরিজনকে। তবে গতানুগতিক ছন্দ ভেঙে সময়ের সঙ্গে পাল্টেছে সেসব অ্যাকশন হিরোদের উপস্থাপনা। বেড়েছে ঝুঁকি নেওয়ার প্রবণতা। অনেক ক্ষেত্রেই কমছে ডামি বা বডি ডবলদের চাহিদাও। যিনি যত্ন করে অ্যাকশনের দৃশ্য পর্দায় কোরিওগ্রাফ করছেন, যে অভিনেতা প্রাণের ঝুঁকি নিয়ে সেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন, যিনি সেই শুট চলাকালীন প্রত্যেকের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন, যিনি অ্যাকশনের জন্য আলাদা করে পোশাক তৈরি করছেন, যিনি ভিএফএক্সের কাজ করছেন… তাঁরা প্রত্যেকেই অ্যাকশন দৃশ্যের সমান অংশীদার। তাই পর্দায় প্রিয় নায়ক বা নায়িকাকে ধুমধাড়াক্কা অ্যাকশন দৃশ্যে দেখে হাততালি দেওয়ার সঙ্গে সঙ্গে সম্মান জানানো দরকার গোটা সিকোয়েন্স তৈরির পিছনে যুক্ত সকলকে সম্মান জানাতেই শুরু হয়েছে ‘ভালচার অ্যানুয়াল স্টান্ট অ্যাওয়ার্ড ২০২৩’ (Vulture’s second Annual Stunt Awards)। দ্বিতীয় বর্ষে এসে সেই অ্যাওয়ার্ডে প্রবেশ ঘটল ভারতীয় চলচ্চিত্রের। সৌজন্যে ২০২৩-এর পর্দার ‘পাঠান’ ও ‘জওয়ান’ শাহরুখ খান।

১৯৮৮, এক লড়াকু অভিনেতার চোখে তখন ‘ডর’। ‘বাজিগর’-এ তখন তিনি অ্যান্টি-হিরো। রোম্যান্টিক ছবি করবেন না বলে মনে-মনে একপ্রকার ঠিক করে ফেলেছেন ‘ফৌজি’ ও ‘সার্কাস’ থেকে উঠে আসা নায়ক। তিনি হতে চান অ্যাকশন হিরো (নেটফ্লিক্সের ওরিজিলাল ডকুমেন্টারি ‘The Romantics’-এ সে কথা স্পষ্ট স্বীকারও করেছেন এসআরকে)। ফেরাচ্ছেন ছবির প্রস্তাব। যদিও বারবার ভাগ্য তাঁকে এনে ফেলছে  স্লো মোশনে এক হলুদ ক্ষেতের বুকে। একপ্রকার অমতেই রাজি হয়েছিলেন কালজয়ী ছবি DDLJ ছবির জন্য। সেই ছবির সূত্র ধরেই তিনি হয়ে উঠলেন বলিউডের প্রথম ‘গ্লোবাল হিরো’। এরপর একের পর এক নামজাদা প্রযোজনা সংস্থার হাত ধরে তিনি হয়ে ওঠেন রোম্যান্সের ‘বাজিগর’। তারপর টানা ২২ বছর ‘বাদশা’র রাজত্ব দেখেছে সিনেদুনিয়া। কখনও হয়েছেন ‘ডন’, কখনও আবার ‘রইস’। তবে সেই সব ছবিতে ছিল না কিং খানকে দাপুটে অ্যাকশন লুক। যা তাঁর কামব্যক ছবি ‘পাঠান’-এর ঝুলিতে ছিল।

ঝুলি থেকে বেড়াল একবার নয়, বেরল দু’-দু’বার। ‘পাঠান’-এর পর ‘জওয়ান’। একের পর এক ‘বাজিমাত’। তবে এই সব ছবি যে অস্কার দৌড়ের জন্য নয়, টানটান বাণিজ্যিক ছবি যে আর্টের কথা ভেবে তৈরি হয় না, তা সোজাসাপ্টা স্বীকার করতে এতটুকুও দ্বিধাগ্রস্ত হননি বলিউডের অপর এক স্তম্ভ সলমন খানও। তবে কি সেরার লড়াই থেকে বাদ কিং? ফিল্ম ফেয়ারেই আটকে থাকবে সকল পরিশ্রম? একেবারেই নয়। এবার আন্তর্জাতিক মঞ্চে লড়াইয়ে সামিল শাহরুখ খান। ‘ভালচার সেকেন্ড অ্যানুয়াল স্টান্ট অ্যাওয়ার্ড ২০২৩’-এ এবার মনোনয়ন পেল শাহরুখ খানের দুই অ্যাকশন ছবি: ‘পাঠান’ ও ‘জাওয়ান’। প্রতিযোগিতায় সামিল, কিয়ানু রিভস-এর ‘জন উইক ৪’, টম ক্রুজ়ের ‘মিশন ইমপসিবল ডেড রিকনিং: পার্ট ১’।

‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি মনোনয়ন পেয়েছে সেরা ‘ওভারঅল অ্যাকশন ফিল্ম’ বিভাগে। ‘জওয়ান’ ছবিও মনোনয়ন পেয়েছে সেরা স্টান্ট অ্যাকশন ফিল্ম ও সেরা ভেইক্যুলার স্টান্ট ফর দ্য হাইওয়ে চেজ সিক্যুয়েন্স-এর জন্য। অন্যদিকে ‘পাঠান’ ছবি মনোনয়ন পেয়েছে সেরা এরিয়াল স্টান্ট বিভাগে। মোট দু’টি বিভাগে ‘জওয়ান’ ও একটি বিভাগে ‘পাঠান’ ছবি মনোনয়ন পেয়েছে।