রণবীরের জন্য হারান সবটা! অপমানে দগ্ধ শাহিদ নেন চরম সিদ্ধান্ত

Bollywood Gossip: পদ্মাবত' ছবির সেটে 'ঝামেলা' নিয়ে মুখ খুলেছিলেন রণবীর। তিনি বলেন, "আমি ওঁকে স্বাগত জানাতে নিজের যথাসাধ্য চেষ্টা করেছি আমার মনে হয় পদ্মাবত ছবিতেই প্রথম বার কস্টিউম পরে শুট করেছিলেন শাহিদ। অনেক সমস্যার মধ্যে পড়তে হয় ওঁকে। সেই কারণেই রেগে যায় ও। অমন করতে থাকে।"

রণবীরের জন্য হারান সবটা! অপমানে দগ্ধ শাহিদ নেন চরম সিদ্ধান্ত
অপমানে দগ্ধ শাহিদ নেন চরম সিদ্ধান্ত
Follow Us:
| Updated on: Mar 31, 2024 | 4:45 PM

রণবীর সিং ও শাহিদ কাপুরের মধ্যে সম্পর্ক নাকি আজও ভাল নেই! বলিউডে এই গুঞ্জন আরও ঘুরে বেড়ায় আকাশে বাতাসে। নিজেরা স্বীকার করেন না। তবে শোনা যায়, ‘পদ্মাবত’ ছবির সেটেই নাকি সম্পর্ক ভাল ছিল না তাঁদের মধ্যে। আর সেই অশান্তি চরম আকার নেয় ২০১৯ সালে। কী ঘটেছিল? ‘পিঙ্কভিলা’র এক রিপোর্ট জানাচ্ছে, ২০১৯ সালে এক বিখ্যাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেতা পাওয়ার কথা ছিল শাহিদ কাপুরের। ওই অনুষ্ঠানে নাচ করার কথাও ছিল তাঁর। সেই মতোই বেশ কয়েক দিন রিহার্সালও করেন তিনি। তবে শেষ মুহূর্তে নাকি আয়োজকরা বদলে দেন সবটা।

সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয় না শাহিদ কাপুরকে। তা পান রণবীর সিং। সকলের সামনে এই অপমান নাকি সহ্য করতে পারেননি শাহিদ কাপুর। সেই মুহূর্তেই ওই মঞ্চে ছেড়ে চলে আসেন তিনি। এমনকি পারফর্মও করা থেকে বিরত রাখেন নিজেকে। আতান্তরে পড়েন আয়োজকরা। কার্যত বরুণ ধাওয়ানের হাতে পায়ে ধরে তাঁকে রাজি করানো হয়। তবে শাহিদ ও রণবীরের সম্পর্ক নাকি আরও তলানিতে পৌঁছে যায়, এই অপমান মানতেই পারেননি শাহিদ, পারেননি ভুলতেও। প্রকাশ্যে যদিও এই নিয়ে কোনওদিন মন্তব্য করতে দেখা যায়নি শাহিদকে।

তবে ‘পদ্মাবত’ ছবির সেটে ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলেছিলেন রণবীর। তিনি বলেন, “আমি ওঁকে স্বাগত জানাতে নিজের যথাসাধ্য চেষ্টা করেছি আমার মনে হয় পদ্মাবত ছবিতেই প্রথম বার কস্টিউম পরে শুট করেছিলেন শাহিদ। অনেক সমস্যার মধ্যে পড়তে হয় ওঁকে। সেই কারণেই রেগে যায় ও। অমন করতে থাকে।” নিন্দুকেরা যদিও এই উত্তরে সন্তুষ্ট হননি। তাঁদের প্রশ্ন ছিল, ‘শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়?”