ক্রিসমাস সেলিব্রেশন হবে গোয়ায়, সপরিবারে প্লেনে চাপলেন শিল্পা
ক্যাপশানে লেখেন, ২০০৮ সালে মুক্তি পাওয়া দোস্তানা ছবির গানের লাইন, ‘টাইম টু শাট আপ অ্যান্ড বাউন্স!’ হ্যাশট্যাগে লেখেন হ্যাপি হলিডেজ অল।
বলিউডে এখন ছুটির আমেজ। বছর শেষ হতে হাতে মাত্র কয়েকটা দিন। আর তার আগে ক্রিসমাস। কোয়ালিটি টাইম কাটাতে সপরিবারে প্লেনে চাপলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। গন্তব্য গোয়া। সমুদ্রতটে গোটা কুন্দ্রা পরিবার বড়দিনের সেলিব্রেশনে মাতবেন। নিজের ইনস্টা হ্যান্ডেলে বোন শমিতা শেট্টির সঙ্গে বুমেরাং ভিডিও আপলোড করেন শিল্পা। এরোপ্লেনে ওঠার ঠিক আগের মুহূর্তে পোস্ট হয় সে ভিডিও। ক্যাপশানে লেখেন, ২০০৮ সালে মুক্তি পাওয়া দোস্তানা ছবির গানের লাইন, ‘টাইম টু শাট আপ অ্যান্ড বাউন্স!’ হ্যাশট্যাগে লেখেন হ্যাপি হলিডেজ অল।
আরও পড়ুন লোকে ভাবে আমরা হোর্ডিং লাগাই
View this post on Instagram
তাঁর ছুটির দিনগুলোর সঙ্গী হয়েছেন, বোন শমিতা শেট্টি, মা সুনন্দ শেট্টি, স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ভিয়ান এবং মেয়ে শমিশা। কুন্দ্রা পরিবারের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
View this post on Instagram
প্রায় ১৩ বছর পর সব্বির খানের ছবি নিকম্মাতে ফিরছেন শিল্পা। এ বছরের শেষে ঠিক ছিল নিকম্মা ছবি রিলিজ করার কথা ছিল কিন্তু প্যান্ডেমিকের কারণে তা পিছিয়ে যায়।
মাত্র একদিন আগে পোস্ট করা এক ছবিতে শিল্পা লেখেন, ‘এই উইকেন্ডের দিকে তাকিয়ে আছি, আপনি কী করছেন?” আজ পোস্ট করা ছবিতে তাহলে উত্তর মিলল, বর্ষশেষের ট্রিপের কথাই কী বলছিলেন অভিনেত্রী? গোয়ার নীল জলে নায়িকার বহু ছবি পোস্ট হবে, বিশ্বাস শিল্পার ভক্তকুলের।