Arijit On RG KAR: ‘আমি পথে নামব কিনা তা নিয়ে রাজনীতি করার…’ চাঁচাছোলা উত্তর অরিজিতের

Arijit: প্রতিবাদের আগুন জ্বলছে। চারিদিকে সকলের একটাই দাবি ন্যায় বিচারের। তিলোত্তমার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা শহর থেকে দেশকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ চেয়ে পথে নেমেছে আম জনতা থেকে তারকারা। ১৭ দিন হয়ে গেল এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। সোমবার রাতে লাইভে এসে এই ঘটনা নিয়ে দীর্ঘ ক্ষণ কথা বলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং।

Arijit On RG KAR: 'আমি পথে নামব কিনা তা নিয়ে রাজনীতি করার...' চাঁচাছোলা উত্তর অরিজিতের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2024 | 2:45 PM

প্রতিবাদের আগুন জ্বলছে। চারিদিকে সকলের একটাই দাবি ন্যায় বিচারের। তিলোত্তমার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা শহর থেকে দেশকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ চেয়ে পথে নেমেছে আম জনতা থেকে তারকারা। ১৭ দিন হয়ে গেল এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। সোমবার রাতে লাইভে এসে এই ঘটনা নিয়ে দীর্ঘ ক্ষণ কথা বলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। একটি গানও তৈরি করেছেন তিনি। সে গান সবাই শুনেও ফেলেছেন। সেই লাইভের কয়েক ঘণ্টা কাটার পর আরও একটি লম্বা পোস্ট করলেন অরিজিৎ।


নিজের ভেরিফায়েড পেজ থেকে গায়ক লেখেন,”২০২৪ সালের ৯ অগস্ট, কলকাতার কেন্দ্রস্থলে ঘটা একটি ট্র্যাজেডি গোটা জাতিকে তার শিকড় থেকে নাড়িয়ে দিয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী শিক্ষানবিশ ডাক্তারের নৃশংস গণহত্যা প্রতিবাদের আগুনের ঝড় তুলেছে ভারত জুড়ে। এই গানটি ন্যায়বিচারের জন্য একটি আর্তনাদ, অগণিত নারীদের গলার আওয়াজ, যা নিয়ে তাঁরা ভুক্তভোগী। চলুন আমরা সকলে ‘অভয়া’-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই, যে তরুণ ডাক্তার মারা গিয়েছেন, যিনি নির্ভয়ে প্রতিবাদ করেছিলেন। লিঙ্গ-ভিত্তিক বৈষম্য নিয়ে মহিলারা যে লড়াই করে চলেছেন, তার হয়ে গলা তুলি আমরা। আমাদের এই গান, সারা দেশের ডাক্তারদের কণ্ঠস্বর, যারা বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও অক্লান্তভাবে সেবা করে। এটি কেবল একটি প্রতিবাদী গান নয়- এটি একটি ডাক যে, মহিলাদের সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি।”

উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত এক দিনও রাস্তায় কোনও জমায়েত বা মিছিলে হাঁটতে দেখা যায়নি অরিজিৎকে। তা নিয়ে অনেকে অনেক প্রশ্নও করেছিলেন। সোমবার লাইভে এসে সেই প্রশ্নের উত্তরও দিলেন গায়ক। তিনি বলেন,”আমি পথে নামলে সেলফি তোলার ভিড় হবে। অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওঁরাও হাঁটবে। অত ভিড় বাড়িয়ে কী হবে? আমি পথে নামব কি না, তা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। খুব তুচ্ছ ব্যাপার। যাঁরা কথা বলছেন বলুন। এতেও জনমত তৈরি হবে। বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে।”