Aparajita Adhya:’এই আচরণ শুধুই মনুষ্যত্বের অপমান’, আরজি কর কাণ্ডে বিস্ফোরক অপরাজিতা

Tollywood: শহরের এই পরিস্থিতি যেন কেউই মেনে নিতে পারছেন না। ৯ অগস্ট আরজি কর-এ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র সরব গোটা টলিপাড়া। এই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার ছিল নবান্ন ঘেরাও অভিযান। সে দিন শহরের যা চেহারা দেখেছেন শহরবাসী সেটা মেনেই নিতে পারছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

Aparajita Adhya:'এই আচরণ শুধুই মনুষ্যত্বের অপমান', আরজি কর কাণ্ডে বিস্ফোরক অপরাজিতা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2024 | 2:17 PM

শহরের এই পরিস্থিতি যেন কেউই মেনে নিতে পারছেন না। ৯ অগস্ট আরজি কর-এ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র সরব গোটা টলিপাড়া। এই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার ছিল নবান্ন ঘেরাও অভিযান। সে দিন শহরের যা চেহারা দেখেছেন শহরবাসী সেটা মেনেই নিতে পারছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। যারা ঢিল ছোড়ে তারা ছাত্রসমাজ হতে পারে না।

এমনটাই দাবি অভিনেত্রীর। সপ্তাহের শুরুতেই এক ভয়াবহ দৃশ্য দেখেছেন সবাই। প্রশাসনের তরফে আন্দোলনকারীদের আটকাতে টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করা হয়। এই প্রতিবাদ মিছিলকে আটকাতে রাস্তায় নেমেছিল পুলিশ বাহিনি। মঙ্গলবার রাত থেকে, ‘ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানকে সমালোচনায় বিঁধেছেন টলিউডের বেশ কিছু তারকা। যাতে রয়েছেন অভিনেত্রী অপরাজিতাও।

অভিনেত্রী নিজের ফেসবুকের পাতায় লেখেন,”ছাত্র সমাজের ডাক মানে হলো শিক্ষার ডাক, শিক্ষিতের ডাক ,আলোর ডাক, ভিতরের অন্ধকার মুছে ফেলে আলোর উন্মোচনের ডাক, সমাজ কে সচেতন করে শীত ঘুম ভাঙ্গানোর ডাক। নূতন যৌবনের দূত এ দের ডাক। তারা বুক পাততে জানে তারা পুলিশ কে ঢিল ছুঁড়তে পারে এটা আমি বিশ্বাস করি না। যারা ঢিল ছোঁড়ে তারা কখনও ছাত্র সমাজ হতে পারে না।

সত্যিই যারা ছাত্র সমাজ এবং যারা সেই সমাজের প্রতিমূর্তি এটা তাদের কলঙ্কিত করা এবং কলুষিত করা।জানি আমার এই বক্তব্যের বিপক্ষে যুক্তি দেয়ার প্রচুর লোক আছেন কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি আমাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। এই ধরনের আচরণ শুধুই মনুষ্যত্বের অপমান।” বুধবার ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আরজি কর কাণ্ড নিয়ে জল আরও ঘোলা হচ্ছে। ন্যায় বিচারের আশায় সবাই।