বোন আলিয়াকে নিয়ে দিদি শাহিনের বার্থডে পোস্টে উপচে পড়ল ভালবাসা

পরিচালক-বাবার ছবি ‘সড়ক-২’-এ  শেষ দেখা গিয়েছিল আলিয়াকে। রনবীর কাপুর, অমিতাভ বচ্চন অভিনীত ছবি অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তেও দেখা যাবে আলিয়াকে।

বোন আলিয়াকে নিয়ে দিদি শাহিনের বার্থডে পোস্টে উপচে পড়ল ভালবাসা
আলিয়া ও শাহিন।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 10:20 PM

আঠাশে পা দিলেন আলিয়া। অগুন্তি ভক্তদের শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁর কমেন্ট সেকশন। শুধু  ফ্যানেরা নয় বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা করেছেন উইশ। কিন্তু সব শুভেচ্ছাবার্তার মধ্যে স্পেশাল হয়ে থেকে যাবে তাঁর দিদির শাহিন ভাটের পোস্ট। বোন আলিয়ার সঙ্গে তোলা এক মিষ্টি ছবি পোস্ট করে শাহিন লেখেন, “আমার অ্যাঞ্জেল গার্ল, তুমি অসংখ্য উপায়ে জীবনকে আরও উন্নত করে তুলেছ। তুমি আমার আয়না, আমার সাক্ষী, আমার সহযোগী, আমার সমর্থন, আমার শ্রোতা, আমার সমালোচক, আমার চিয়ারলিডার, আমার বিনোদন, আমার বোন, আমার সন্তান, আমার মা এবং আমার প্রিয় বন্ধু সব কিছু খুব সুন্দর এবং এলোমেলো প্যাকেজে পরিণত হয়েছে।”

আরও পড়ুন মনে পড়ে গেল পুরনো দিনের কথা, স্মৃতির সরণীতে হেঁটে এলেন অর্জুন

তিনি আরও লেখেন, “গত বছর, আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল এবং এই জার্নিতে তোমাকে সহযাত্রী হিসাবে পেয়ে আমার খুব ভাগ্যবান। তুমি আমার জীবনে এত আনন্দ, বিচারবুদ্ধি এনেছ এবং আমি সত্যিই জানি না যে আমি কী করব তোমাকে ছাড়া। শুভ জন্মদিন, সুইটি।

View this post on Instagram

A post shared by Shaheen Bhatt (@shaheenb)

সোনি রাজদান এবং পরিচালক মহেশ ভাটের দুই কন্যা আলিয়া ভাট এবং শাহিন ভাট। মহেশ এর আগে কিরণের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে, পূজা ভট্ট। তিনি ১৯৮৬ সালে সোনি রাজদানকে বিয়ে করেন এবং এই কাপল ১৯৮৮-তে শাহিন এবং ১৯৯৩ সালে আলিয়াকে তাঁদের পরিবারে স্বাগত জানায়।

পরিচালক-বাবার ছবি ‘সড়ক-২’-এ  শেষ দেখা গিয়েছিল আলিয়াকে। রনবীর কাপুর, অমিতাভ বচ্চন অভিনীত ছবি অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তেও দেখা যাবে আলিয়াকে। সঞ্জয় লীলা বনসালীর ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ এবং এসএস রাজামৌলির ‘আর আর আর’-এও থাকছেন আলিয়া।