মনে পড়ে গেল পুরনো দিনের কথা, স্মৃতির সরণীতে হেঁটে এলেন অর্জুন

২৪,০০০ লাইকস ইতিমধ্যে পড়ে গিয়েছে রামপালের ভিডিয়োতে।

মনে পড়ে গেল পুরনো দিনের কথা, স্মৃতির সরণীতে হেঁটে এলেন অর্জুন
অর্জুন রামপাল।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 9:15 PM

সোমবার, বলিউড অভিনেতা অর্জুন রামপাল তাঁর ছেলেবেলার স্মৃতি সরণীতে হেঁটে এলেন। ফিরে গেলেন তাঁর কলেজের দিনে। কলেজ ক্যাম্পাসে ঢুঁ মারলেন অর্জুন। ‘আঁখে’ অভিনেতা তাঁর ইনস্টা হ্যান্ডেলে যে কলেজ থেকে তিনি স্নাতক হন অর্থাৎ দিল্লির হিন্দু কলেজ নিয়ে এক ক্যানডিড ভিডিয়ো পোস্ট করেন।

আরও পড়ুন কাল জন্মদিন, আজ আমিরের ‘চিরবিদায়’, সোশ্যাল লাইফে ইতি

পরনে সাদা লুজ টিশার্ট এবং কালো লো-ওয়েস্ট ট্র্যাক প্যান্ট। মুখে মাস্ক। কলেজে ঢোকার পরে অর্জুন হস্টেলে থাকাকালীন ২৫ নম্বর ঘরটিকে দেখান। কলেজপড়ুয়াদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন বছর আটচল্লিশের অভিনেতা।

View this post on Instagram

A post shared by Arjun (@rampal72)

অর্জুনের পোস্ট করা ছোট ভিডিয়ো ক্লিপে চলছিল জ্যাক জনসনের গাওয়া গান—‘ইন দিস টাইমস লাইক দিজ’। তবে পুরনো কলেজের স্মৃতি ঘেরা ভিডিয়োয় কোনও ক্যাপশন লেখেননি অর্জুন। রামপালের ফ্যানের একের পর কমেন্ট এবং ইমোজিতে ভরিয়ে দিয়েছেন তাঁর কমেন্ট বক্স। বাদ যাননি অভিনেতার প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসও। তিনি হার্ট-আইজ ইমোটিকন পোস্ট করেছেন কমেন্টবক্সে।

View this post on Instagram

A post shared by Arjun (@rampal72)

২৪,০০০ লাইকস ইতিমধ্যে পড়ে গিয়েছে রামপালের ভিডিয়োতে। কাজের ক্ষেত্রে আসন্ন থ্রিলার ছবি ‘নেল পলিশ’-এ দেখা যাবে অর্জুনকে। এছাড়াও তাঁর পাইপলাইনে রয়েছে, ‘জাকো রাখে সইয়া’ এবং ‘পেন্টহাউজ’। অর্জুন তাঁর নতুন ছবি ‘দ্য ব্যাটেল অফ ভীমা কোরোগাওঁ’-এর ঘোষণাও করেন। শোনা যাচ্ছে, ২০২১-এ সিনেমাহল এবং ওএটিটিতে রিলিজ করতে পারে।

View this post on Instagram

A post shared by Arjun (@rampal72)