কাল জন্মদিন, আজ আমিরের ‘চিরবিদায়’, সোশ্যাল লাইফে ইতি

বহু ভক্ত তাঁর এ সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করছেন। এবং তাঁরা পোস্টে লিখেছেন যে তাঁরা তাঁকে সোশ্যাল প্ল্যাটফর্মে মিস করবেন।

কাল জন্মদিন, আজ আমিরের 'চিরবিদায়', সোশ্যাল লাইফে ইতি
আমির খান।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 7:08 PM

গতকাল ছিল বলিউডের মিস্টার পারফেকশনিস্টের জন্মদিন। ৫৬-তে পা দিলেন আমির খান। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছিল ফ্যানদের শুভেচ্ছাবার্তা। ইমোজি-কমেন্ট-রিঅ্যাকশনে ভরে গিয়েছিল পোস্টের পর পোস্ট।

আরও পড়ুন অযোধ্যার পথে অক্ষয়! ‘রাম সেতু’র শুটিং নিয়ে প্রস্তুত অভিনেতা

আর আজ ফ্যানদের উদ্দেশে করলেন এক হৃদয়বিদারক এক পোস্ট। সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন আমির খান। এক নোট শেয়ার করে আমির জানান এটাই তাঁর শেষ পোস্ট। নোটে তিনি লেখেন, ‘হে গাইজ, আমার জন্মদিনে এতটা এতটা ভালবাসা এবং উষ্ণতার জন্য আপনাদের ধন্যবাদ।

আমার হৃদয় তৃপ্ত। আরেকটি খবর, সোশ্যাল মিডিয়ায় এটি আমার শেষ পোস্ট হতে চলেছে। এতটা অ্যাক্টিভ থাকার পরেও আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভণ্ডামি করা ছেড়ে দিচ্ছি। আমরা আগের মতো যোগাযোগ চালিয়ে যাব। এছাড়া একেপি (আমির খান প্রোডাকশন) আমার এক অফিশিয়াল চ্যানেল তৈরি করেছি। সুতরাং,আমার এবং আমার ফিল্মের আগামী আপডেটগুলি সেখানে মিলবে। রইল অফিশিয়াল হ্যান্ডেল!’

মিঃ পারফেকশনিস্টের বহু ভক্ত তাঁর এ সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করছেন। এবং তাঁরা পোস্টে লিখেছেন যে তাঁরা তাঁকে সোশ্যাল প্ল্যাটফর্মে মিস করবেন।

আমির খানকে দেখা যাবে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। গতকাল আমিরের জন্মদিনে, ছবির সহশিল্পী করিনা কাপুর খান লাল সিং চাড্ডা’-র এক ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন আমার লাল… আপনার মতো আর কখনও কেউ হবে না… মানুষ আপনার এই ছবিতে হিরের ম্যাজিক দেখার জন্য আর ধৈর্য ধরতে পারছেন না’