৪৪ ছুঁলেন যিশু সেনগুপ্ত, জন্মদিনে বড় চমক দিলেন অভিনেতা
কত উত্থান-পতন, কত না-বলা গল্প, কত অপমান, কত অভিজ্ঞতা ভিড় করে আছে এই ৪৪টা জীবনে। জন্মদিনের দিন অন্য ভূমিকায় যিশু সেনগুপ্ত।
আজ (১৫ মার্চ) যিশু সেনগুপ্তের জন্মদিন। দেখতে দেখতে ৪৪ টা বসন্ত পার করে ফেললেন তিনি। শুধু বাংলা ছবির জগতেই তিনি আজ আটকে নেই, বলিউড এবং দক্ষিণী ছবিতেও নিজেকে মেলে ধরেছেন। সম্প্রতি সলমন খানের সঙ্গে ‘অন্তিম’-এ অভিনয় করলেন তিনি। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে একটি তেলেগু ছবিতে অভিনয় করে সদ্যই কলকাতায় ফিরেছেন। ইন্ডাস্ত্রির অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি এখন।
আজ ৪৪ ছুঁলেন যিশু সেনগুপ্ত। কিন্তু তাঁর সিনেমা-জীবনের বয়স ২২ বছর। কত উত্থান-পতন, কত না-বলা গল্প, কত অপমান, কত অভিজ্ঞতা ভিড় করে আছে এই ৪৪টা জীবনে। স্মৃতিরা জমতে জমতে পাহাড় বানিয়েছিল যিশু-মনে। জীবনের সেই অচেনা-অজানা গল্পগুলোকে সবার সঙ্গে ভাগ করে নিতে এবার কলম ধরলেন যিশু সেনগুপ্ত। তিনি আত্মজীবনী লিখছেন। সেই আত্মজীবনী খুব শীঘ্রই বই আকারে প্রকাশ পাবে। প্রকাশনার দায়িত্বে দে’জ পাবলিশিং। যিশুর জন্মদিনে তাঁর আত্মজীবনীর প্রচ্ছদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল দে’জ পাবলিশিং। যিশুর আত্মজীবনীর নাম ‘আবহমান:জার্নি সো ফার’। জন্মদিনের দিন এর থেকে বড় চমক আর কী হতে পারে!
View this post on Instagram
‘আবহমান’ যিশু সেনগুপ্তের একটি ছবির নাম। এই ছবির পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ, যাঁকে যিশু মেন্টর মানেন। এই আত্মজীবনীতে নিজের জীবনের সবটুকু খুলে বলবেন যিশু? “লকডাউনের সময়ই আত্মজীবনী লেখার প্ল্যানটা করি। মনে হল, আমার জীবনের অনেক গল্প এবার মানুষকে শোনানো দরকার। একজন অভিনেতার জীবনে অনেক চড়াই-উতরাই থাকে, তার ভাল-মন্দটা সবার জানা দরকার। আমার সিনেমা-জীবনের অনেক অজানা গল্প আমি খোলাখুলিভাবে লিখব। আশা করি, মানুষের পড়তে ভাল লাগবে।”, বললেন অভিনেতা।
আরও পড়ুন :‘সাত কোটি টাকা’ দিয়ে সেলেব কেনা প্রসঙ্গে ‘দুই মিত্র’র ফেসবুক বিতণ্ডা, জল গড়াবে আদালতে?
‘আবহমান’-এ কী থাকবে অনেকটাই স্পষ্ট করে দিয়েছে দে’জ পাবলিশিং। প্রচ্ছদটি পোস্ট করে প্রকাশনা সংস্থা লেখে, “ক্রিকেটে সাবজুনিয়র বেঙ্গল টিমে খেলা অলরাউন্ডার যীশু হঠাৎ কেনই বা কেরিয়ার পাল্টে চলে এলেন অভিনয়ে? খুব অল্পবয়সেই জনপ্রিয় টিভি-স্টার, অথচ তারপরও দীর্ঘদিন তিনি প্রায় অচ্ছুৎ ছিলেন পরিচালকদের কাছে। কেন? এমনকি খ্যাতির পরেও, কীভাবে তাঁকে সইতে হয়েছে অপমান?এইসব নিয়ে অকপটে মুখ খুলতে চলেছেন যীশু নিজে। দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত হবে সেই আত্মকথা – ‘আবহমান’।”