Sohini Sarkar: ব্রেক-আপ গুঞ্জনের মাঝে নিরুদ্দেশ সোহিনী, রণজয় কোথায়?

Sohini Sarkar: নিজের সিনেমা বা সিরিজের প্রচারও করতে থাকেন নিজের মতো করে। আবার নিজের মনের কথাও ভাগ করেন।

Sohini Sarkar: ব্রেক-আপ গুঞ্জনের মাঝে নিরুদ্দেশ সোহিনী, রণজয় কোথায়?
সোহিনী সরকার
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2022 | 6:11 PM

সোহিনী সরকার (Sohini Sarkar)। তিনি সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকেন সক্রিয়। নিজের নানা খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। পুরস্কার পাওয়া হোক কিংবা বেড়াতে যাওয়া, সবই তাঁর ইনস্টাগ্রামে নজরে রাখলে দেখতে পাওয়া যায়। এই বছরই ফেব্রুয়ারি মাসে দার্জিলিংয়ে গিয়েছিলেন প্রেমিক (প্রাক্তন বা বর্তমান কেউ-ই পরিষ্কার করে বলছেন না) রণজয় বিষ্ণুর সঙ্গে। বরফ পড়ার ছবি ভাগ করেছিলেন। নিজের সিনেমা বা সিরিজের প্রচারও করতে থাকেন নিজের মতো করে। আবার নিজের মনের কথাও ভাগ করেন। যেমন কয়েকদিন আগে একা থাকার কথা লিখে শোরগোল ফেলে দিয়েছিলেন। আলোচনা শুরু হয়ে যায়, তিনি আর রণজয় কি আলাদা হয়ে গেলেন? যদিও সেই উত্তর কেউ জানে না। রণজয় সেই সময় জানিয়েছিলেন, কিছু হয়নি।

দু’দিন আগে সোহিনী ভাগ করেছেন নতুন পোস্ট। যেখানে হ্যাশট্যাগ দিয়ে হিমাচলটুরিজ্যম, হিমাচল ডায়রি, লাভ ট্র্যাভেল ট্রিপ দেওয়া। শুধু এখানেই থামেননি সোহিনী, নিজের ইনস্টা স্টোরিতেও দিয়েছেন সেই খবর। সেই ছবিতে দেখা যাচ্ছে চায়ের কেটলি, একজন হিমাচলী মানুষ আর হ্যাশট্যাগ দিয়ে লেখা হিমাচল।

সোহিনী তাঁর হিমাচল ডায়েরির ছবিতে গোলাপি, হদুল, নীল, সাদা- নানা রঙের ক্যান্ডিও রয়েছে। যেটা খাওয়ার জন্য তাঁর মন ছটফট করছে বোঝাই যাচ্ছে। কিন্তু ডায়েট ভুলে তিনি কি কামড় একটা ক্যান্ডিতে দিয়েছেন? সে খবর তো তিনি নিজেই জানেন। তবে এই সব ঠিক আছে। তিনি আবার ব্যাগ-প্যাক করে বেড়িয়ে পড়েছেন বোঝাই যাচ্ছে। তবে গেলেন কার সঙ্গে? সোহিনী খুব একটা ফোন তোলেন না, এটা সকলেই জানেন। তিনি ‘একা’ পোস্টের পরও ফোন তোলেননি। অতএব ভরসা রণজয়। ছবিতে তিনি নেই। এখনও কী মান-অভিমানের পালা চলছে?

“সোহিনী ঘুরতে ভালবাসে। এখন সোলো ট্রিপ তো অনেকেই করেন”, বলছেন রণজয়। তিনি এই মুহূর্তে চরম ব্যস্ত নিজের মেগা ধারাবাহিক ‘গুড্ডি’র শুটিংয়ে। শুটিংয়ের ফাঁকে TV9 বাংলা থেকে ফোন করা হলে, তিনি জানান, বেড়াতে যাওয়ার সময় নেই। শুটিংয়ে ব্যস্ত। প্রশ্ন ছিল, তাঁদের সমস্যা মিটেছে। নাকি শুটিংয়ের অজুহাতে তিনি যাননি সঙ্গে?  “না না, সত্যি খুব ব্যস্ত শুটিংয়ে”, বললেন রণজয়। আপনাদের সম্পর্কে মান-অভিমান মিটেছে?  হেসে উত্তর রণজয়ের, “এখন এই বিষয়টা থাক”।

রণজয়ের এই উত্তরের কী অর্থ ধরা হবে? ঠিক কী চলছে টলিউডের এই জুটির মধ্যে? না, কেউ এই নিয়ে কিছু বলতে নারাজ। এর মধ্যে সোহিনী তাঁর মন্দার ওয়েব ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সম্প্রতি। সেই ছবিও ভাগ করেছেন। সঙ্গে একা না কারও সঙ্গে বেড়াতে গিয়েছেন তিনি তা জানা বা বোঝা যাচ্ছে না। সম্পর্কে আছেন কি নেই, তাও নিয়ে রয়েছে রহস্য। কবে তা উন্মোচন হয়, ব্যোমকেশকে এর জন্য ডাকতে হয় কি না দেখা যাক!