নয়ের দশকের নস্ট্যালজিয়া উস্কে দিল সোনালীর ‘ব্লন্ড’ লুক
বলিউড থেকে ব্রেক নিয়ে নিজের পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন নয়ের দশকের অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
নয়ের দশকের অভিনেত্রী। ঠিক সে সময়ে যেমন দেখতে ছিলেন সোনালি বেন্দ্রে, আজ সেভাবই দেখা গেল তাঁকে। তবে বাস্তবে নয়, এক ছবিতে। এবং সে ছবিতে নেটিজেনরা স্মৃতিতে পিছিয়ে গেলেন কেয়ক দশক। থ্রোব্যাক ছবিতে ভরাট মাথার চুলে ‘ব্লন্ড’ লুকে সোনালি। এখনও অভিনেত্রীকে মনে রেখে দিয়েছেন দর্শক। সূরয বারজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যাঁয়’ (১৯৯৯) এর ডাক্তার প্রীতি শুক্লা চতুর্বেদীকে কীভাবে ভুলতে পারে?
আরও পড়ুন ‘এমন প্রশ্ন রয়েছে যা কখনই থামবে না’, কবিতা লিখলেন সুশান্তের বোন শ্বেতা
View this post on Instagram
সোনালির পোস্ট করা ছবিতে নাইন্টিজের নস্টালজিয়া আবার উস্কে দিলেন অভিনেত্রী। ইনস্টা ক্যাপশানে সোনালি লেখেন, ‘নব্বইয়ের হেয়ার বেবি’। অভিনেত্রী নীলম কোঠারি যিনি ‘হাম সাথ সাথ হ্যাঁয়’ ফিল্মে সোনালির সহঅভিনেত্রী ছিলেন তিনি কমেন্টে লেখেন, ‘খুব ভাল লাগল’।
View this post on Instagram
১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যাঁয়’ ছবিতে সলমন খানের বিপরীাতে অভিনয় করেছিলেন সোনালি। নীলম অন্যদিকে ননদের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও ছবিতে সইফ আলি খান, করিশমা কাপুর, মনীশ বেহল এবং টাবু ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
সোনালি বেন্দ্রের ডেবিউ ছবি ছিল ‘আগ’। ছবিটি ১৯৯৫ সালে রিলিজ করে। ‘হাম সাথ সাথ হ্যাঁয়’ ছাড়া সোনালি, ‘দিলজলে’, ‘মেজর সাব’, ‘সরফরোশ’ ছবিতে অভিনয় করেছেন। তবে এখন বলিউড থেকে ব্রেক নিয়ে নিজের পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন নয়ের দশকের অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
View this post on Instagram