‘এমন প্রশ্ন রয়েছে যা কখনই থামবে না’, কবিতা লিখলেন সুশান্তের বোন শ্বেতা
প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে সেরা অভিনেতা হিসেবে (ক্রিটিকস) দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। মরণোত্তর এই সম্মান দেওয়া হয় সুশান্তকে। ‘ছিঁচোড়ে’ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
ইনস্টাগ্রাম ‘থ্রোব্যাক’ থেকে পুরনো সব মুহূর্তের ছবি কিংবা প্রয়াত ভাইয়ের সঙ্গে জড়িয়ে থাকা গল্প। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কৃতি বারবার সোশ্যাল মিডিয়া হ্যন্ডেলে উজাড় করে দিয়েছেন সেসব। আবার ভাইয়ের মৃত্যুর ন্যায়বিচারের জন্য সুশান্ত সিং রাজপুতের ফ্যানদেরও একজোট করে চলেছেন শ্বেতা।
আরও পড়ুন দেখুন ভিডিয়ো: দীপিকা হয়ে উঠেছেন চকোলেট লেডি
View this post on Instagram
একদিকে যখন সুশান্ত মৃত্যুর তদন্ত চলছে, অন্যদিকে শ্বেতা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এক কবিতা, যা এমন সব প্রশ্নের কথা বলে যার উত্তর আজও মেলেনি। কবিতাটিতে শ্বেতা লেখন, ‘অনেক কিছুই বলা দরকার, তবে প্রকাশ করার মতো কোনও শব্দ নেই! আরোহণের জন্য এক পর্বত আছে, তবে কোনও পথ নির্ধারণের সংজ্ঞা দেওয়া হয়নি! আমার মধ্যে যে যোদ্ধা রয়েছে , সে সমস্তভাবে শোকাহত এবং শুকিয়ে গিয়েছে, কিন্তু ভিতরের অটল বিশ্বাস কোনও ঝাঁকুনির জন্য প্রস্তুত নয়! আমার হৃদয়ের স্লোগান ‘আমি একটি অতল গর্তে পড়ে যাচ্ছি, আমার সুস্থতার প্রয়োজন।’ আমার মন বলছে আমি শেষ হইনি…উত্তর মোকাবিলা করতে হবে! দৃশ্যের কোনও ইতি নেই… তবে এমন প্রশ্ন রয়েছে যা কখনই থামবে না!!’
View this post on Instagram
ক্যাপশানে শ্বেতা লেখেন, ‘হৃদয়ের প্রসারিত হয়ে’।
সুশান্তভক্তরা আশ্বাস দিয়ে লেখেন যে সুশান্ত মৃত্যুর ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই থামবে না। ২০২১ জানুয়ারি মাসে সুশান্তের জন্মবার্ষিকীতে শ্বেতা তাঁর মায়ের সঙ্গে ভাইয়ের ছোটবেলার ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই হাসিটি প্রতিটি হৃদয়কে গলে দিতে পারে’।
প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে সেরা অভিনেতা হিসেবে (ক্রিটিকস) দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। মরণোত্তর এই সম্মান দেওয়া হয় সুশান্তকে। ‘ছিঁচোড়ে’ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
View this post on Instagram