দেখুন ভিডিয়ো: দীপিকা হয়ে উঠেছেন চকোলেট লেডি
ভিডিও শেয়ার করে ক্যাপশানে দীপিকা লেখেন, ‘চকোলেট প্রেমীদের পাঠাও এই ভিডিও’।
দীপিকা ‘চকোলেট’ পাড়ুকোন। না না নাম বদলাননি অভিনেত্রী। তবে তাঁর চকোলেট প্রীতি বাড়ছে দিনে-দিনে। তার এই চকোলেটি ‘লাভ’-এর প্রমাণ মিলল তাঁর ইনস্টা হ্যান্ডেলে। একটি ভিডিও পোস্ট করেছেন দীপিকা।
আরও পড়ুন বিগ বস ১৪ থেকে বেরনোর পর জালিয়াতি মামলায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত ও তাঁর ভাই
View this post on Instagram
দেখা যাচ্ছে হাতে চকোলট নিয়ে, রীতিমতো আঙুল চেটে নিয়ে চলেছেন চকোলেটের আস্বাদ। ঘরের দোলনায় বসে দীপিকা পড়েছেন চকোলেটে প্রেমে। মাঝে মাঝে মিচকি হেসে বুঝিয়ে দিচ্ছেন চকোলেট অন্ত প্রাণ তাঁর। পরনে ছাই রঙের টিশার্ট সঙ্গে বেগুনি রঙের প্যান্ট।
ভিডিও শেয়ার করে ক্যাপশানে দীপিকা লেখেন, ‘চকোলেট প্রেমীদের পাঠাও এই ভিডিও’।
View this post on Instagram
এক নতুন উপায়ে দীপিকা তাঁর ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিজের রোজনামচার গল্প থেকে পছন্দের ফিল্ম কিংবা দীপিকার ফেভারিট শো নতুন-নতুন ভিডিয়োর মাধ্যমে ফ্যানদের সঙ্গে শেয়ার করছেন দীপিকা। তাঁর নতুন পোস্টে এক ‘শান্ত সকাল’-এর গল্প বলেছেন। তাঁর ডেইলি রুটিনের সম্বন্ধে দীপিকা বলেন, “আমার ডেলি রুটিনের সম্বন্ধে বলা সত্যিই কঠিন, কারণ দুটো দিন এক নয়। তবে ঘুম থেকে ওঠা, দাঁত ব্রাশ করা এবং ব্রেকফাস্ট করা ছাড়া। আমি এক শান্ত সকাল পছন্দ করি এবং তারপরে, আমি ওয়ার্কআউট করি। ওই যে বললাম দুটো দিন এক নয়।”
View this post on Instagram