Sourav Ganguly: কোটিপতি সৌরভ ‘দাদাগিরি’ থেকে প্রতিদিন কত আয় করেন শুনলে চমকে উঠবেন
Sourav Ganguly Birthday Special সময়ের সঙ্গে সঙ্গে এই ফিল্ডেও নিজেকে প্রমাণ করলেন সৌরভ। অল্প সময়ের মধ্যেই সঞ্চালনা বিষয়টা রপ্ত করে ফেলেছেন। তাঁর সঞ্চালিত ‘দাদাগিরি’ এখন বাংলার বুকে অন্যতম চর্চিত রিয়্যালিটি শো।
তিনি বাংলার মহারাজ। তিনি বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। গোটা দেশের কাছে এক গর্বের নাম। আজ অর্থাৎ ৮ জুলাই তাঁর জন্মদিন। ফলে এদিন সকাল থেকেই তাঁকে নিয়ে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যাচ্ছে নেটদুনিয়ায়। খেলা থেকে অবসর নেওয়ার পর নন-ফিকশন শো ‘দাদাগিরি’ সঞ্চালনা করছেন তিনি। ক্যামেরার সামনে অসম্ভব সাবলীল তিনি। যদিও প্রথম থেকেই এই চার্ম তাঁর থাকলেও ছিল না ক্যামেরার সামনে দাপট। সময়ের সঙ্গে সঙ্গে এই ফিল্ডেও নিজেকে প্রমাণ করলেন সৌরভ। অল্প সময়ের মধ্যেই সঞ্চালনা বিষয়টা রপ্ত করে ফেলেছেন। তাঁর সঞ্চালিত ‘দাদাগিরি’ এখন বাংলার বুকে অন্যতম চর্চিত রিয়্যালিটি শো।
এই ভূমিকায় তাঁকে আগে দেখা যায়নি। ‘দাদাগিরি’ এক অন্য লুকে তুলে ধরেছে তাঁকে। সকলের সঙ্গে হেসে কথা বলে, গল্প করে সকলের নজর কাড়েন তিনি। বাইশ গজের মহারাজ ড্রইং রুমেও ঝড় তুললেন। তবে জানেন কি, এই শো থেকে তাঁর আয় কত? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে সপ্তাহে দু’দিন সম্প্রচারিত হয়ে ‘দাদাগিরি’। রাত ১০টার পর থেকে টেলিভিশনের পর্দায় দেখা যায় এই নন-ফিকশন শো।
‘দাদাগিরি’তে সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে আকাশছোঁয়া পারিশ্রমিক পান সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখতে দেখতে কেটে গিয়েছে টানা ১০টি সিজন। তাও শো ঘিরে উত্তেজনা বর্তমান। এপিসোড পিছু তিনি নিয়ে থাকেন ৫০ লাখ টাকা। মাসে যা গড়ে দাঁড়ায় ৪ কোটি টাকা। যা নেহাতই কম নয়।