Abhishek-Aishwarya: অভিষেক না ঐশ্বর্য! অভিনেতা হিসাবে কাকে বেশি নম্বর দিলেন শ্বেতা?
ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের ডিভোর্সের জল্পনা তুঙ্গে। এখনও পর্যন্ত তাঁদের বিচ্ছেদ, ডিভোর্স নেই কেউই মুখ খোলেননি তাঁরা। শোনা যায়, যত সমস্যার সূত্রপাত অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে। তাতেই বেজায় চটেছেন রাই সুন্দরী। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা বাড়িতে থাকছেন অভিনেত্রী। যদিও এখনও বচ্চন পরিবারের মুখে কুলুপ।
ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের ডিভোর্সের জল্পনা তুঙ্গে। এখনও পর্যন্ত তাঁদের বিচ্ছেদ, ডিভোর্স নেই কেউই মুখ খোলেননি তাঁরা। শোনা যায়, যত সমস্যার সূত্রপাত অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে। তাতেই বেজায় চটেছেন রাই সুন্দরী। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা বাড়িতে থাকছেন অভিনেত্রী।
যদিও এখনও বচ্চন পরিবারের মুখে কুলুপ। এরই মাঝে ঘুরে ফিরে আসছে অভিষেক এবং তাঁর দিদি শ্বেতা বচ্চনের পুরনো সাক্ষাৎকার। ভাই-বোনে এসেছিলেন করণ জোহারের টক শো-তে। সেখাই পরিচালক-সঞ্চালক প্রশ্ন করেন কে দক্ষ অভিনেতা অভিষেক নাকি ঐশ্বর্যা। এক মিনিটও অপেক্ষা না করে উত্তর দেন শ্বেতা। তিনি বলেন,”অভিষেক ভাল অভিনেতা।” ব্যস শ্বেতার এই বক্তব্য শুনে অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করেছেন। অনেকেরই ধারণা ননদ-বৌদির এই সম্পর্কের প্রভাবের ফলই হয়তো এই ডিভোর্সের জল্পনা।
তবে এককালে অভিষেককে অনেক ভাবেই সাহায্য় করেছিলেন ঐশ্বর্যা। ট্রোল, নেতিবাচক মন্তব্য কী ভাবে সামালাতে হয় তার শিক্ষা নিজের বউয়ের থেকেই নিয়েছিলেন জুনিয়র বচ্চন। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন,”ঐশ্বর্যই তাঁকে শিখিয়েছে, কীভাবে এই ট্রোলকে গ্রহণ করতে হয়। অভিষেকের কথায়, আমার স্ত্রী একবার আমায় বলেছিল, তুমি ১০,০০০ ভাল বার্তা পাও, কিন্তু ওই একটা নেগেটিভ কমেন্টের জন্য তোমার খারাপ লাগে। তোমার পজিটিভ গুলোকেই গ্রহণ করা উচিত। সুন্দর পৃথিবীটাকে উপভোগ করা উচিত। তাই আমি প্রতিটা ক্ষেত্রেই বিষয়গুলোকে পজিটিভিটির সঙ্গে গ্রহণ করে থাকি।”