Viral Video: মুখে গালাগালির ফোয়ারা! তৈমুরের কাণ্ড দেখে মাথায় হাত সকলের

অতীতে বারংবার পাপারাৎজির সামনে রেগে যেতে দেখা গিয়েছে তৈমুরকে। তা নিয়ে হয়েছে সমালোচনাও। যদিও তৈমুর ঘনিষ্ঠদের দাবি, এমনিতে সে বেজায় শান্ত। অপরদিকে ছোট ছেলে জাহাঙ্গীর অনেক বেশি দুষ্টু।

Viral Video: মুখে গালাগালির ফোয়ারা! তৈমুরের কাণ্ড দেখে মাথায় হাত সকলের
Follow Us:
| Updated on: Jul 18, 2024 | 3:57 PM

তৈমুর আলি খান পতৌদি– নবাব পরিবারের আদরের সন্তান। বাবা-মা, দাদু-দিদা সবাই তারকা। এ হেন তৈমুর আলি খানকে নিয়ে দারুণ অভিযোগ। বয়স মাত্র ৭। এর মধ্যেই মুখে গালাগালির ফোয়ারা তাঁর! একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাপারাৎজিকে দেখেই চিৎকার করছে করিনা-পুত্র। উচ্চকণ্ঠে কিছু বলছেও সে। ছবি যে তোলা হচ্ছে তা একেবারেই পছন্দ নয় তাঁর। আর এই প্রতিবাদ করতে গিয়েই মুখ ফসকে সে বলে ফেলে ‘শা*’! নেটিজেনদের অভিযোগ তেমনটাই। তাঁদের দাবি, পাপারাৎজিকে উদ্দেশ্য করে তৈমুর বলছে, “বন্ধ কর শা*, বন্ধ কর এই সব”।

যদিও তৈমুরের পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তাঁদের বক্তব্য, মোটেও তৈমুর শা* বলেনি, দেয়নি গালিগালাজও। বরং বলেছে, দাদা! বাঙালিদের মতো মারাঠিদেরও সম্মান প্রদর্শনের ক্ষেত্রে ভাইয়া নয় দাদা কথাটা ব্যবহার হয়। একজন লিখেছেন, ” ভাল করে শুনুন। ও দাদা বলছে। বলছে, বন্ধ কর দাদা। কেন ছোট বাচ্চাকে এভাবে দোষ দিচ্ছেন?

অতীতে বারংবার পাপারাৎজির সামনে রেগে যেতে দেখা গিয়েছে তৈমুরকে। তা নিয়ে হয়েছে সমালোচনাও। যদিও তৈমুর ঘনিষ্ঠদের দাবি, এমনিতে সে বেজায় শান্ত। অপরদিকে ছোট ছেলে জাহাঙ্গীর অনেক বেশি দুষ্টু।