EXCLUSIVE Interview: ভিলেন চরিত্ররা বেশি পারিশ্রমিক পান, এই ধারণা ভুল: কুশল চক্রবর্তী

Bengali Serial: ফের দুষ্টুলোকের চরিত্রে কুশল চক্রবর্তী। ধারাবাহিকের নাম 'মাধবীলতা'।

EXCLUSIVE Interview: ভিলেন চরিত্ররা বেশি পারিশ্রমিক পান, এই ধারণা ভুল: কুশল চক্রবর্তী
ফের ভিলেন কুশল চক্রবর্তী।
Follow Us:
| Updated on: Jul 09, 2022 | 2:15 PM

স্নেহা সেনগুপ্ত

কপালে লাল তিলক। তান-পাকানো কালো গোঁফ। রুক্ষ ভাবভঙ্গী। চোখে কালো ফ্রেমের চশমা। এক হাতে সোনার ঘড়ি। অন্য হাতে সোনার মোটা রিস্টলেট। পায়ে ব্রাউন চামড়ার জুতো। সাদা প্যান্ট-শার্ট এবং হাফ-হাতা সাদা শার্ট। বাংলা সিরিয়ালে ভিলেন আসছে… ভিলেন! খলনায়ক। খলনায়কের নাম পুষ্পরঞ্জন চৌধুরী। ছোট পর্দা কাঁপাতে আসছে এই ভিলেন। অভিনেতার নাম কুশল চক্রবর্তী। সিরিয়ালের নাম ‘মাধবীলতা’।

প্রযোজক-লেখক স্নেহাশিস চক্রবর্তী তাঁর নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’র কাজ শুরু করছেন। ১১ জুলাই পুরুলিয়ায় চলে যাবে গোটা টিম। কুশল পৌঁছবেন ১৩ জুলাই। তারপর তাঁর শুটিং শুরু হবে। শনিবার সক্কাল-সক্কাল বেরিয়েছে ‘মাধবীলতা’র প্রোমো। স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হবে। কত তারিখ থেকে, কোন সময় এখনও বিস্তারিত কিছুই ঘোষণা করা হয়নি।

বাংলা ধারাবাহিকের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভ্যাম্পদেরই। হাতেগোনা খলনায়কও রয়েছেন যদিও। সেই তালিকায় আরও একবার নাম তুলতে চলেছেন কুশল। বছর ৫-৬ আগেও ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র শিশুশিল্পী মুকুল। তিনি নিজেও বড় এবং ছোট পর্দায় ‘দুষ্টুলোক’ হয়েছেন একাধিকবার। মাঝেমধ্য়ে ‘ভাল লোক’ হিসেবেও তাঁকে পেয়েছেন দর্শক। সম্প্রতি ভাল বাবার চরিত্রে দাপিয়ে অভিনয় করেছেন। স্নেহাশিসেরই অন্য মেগা ‘সর্বজয়া’য় ভাল স্বামী, ভাল বাবা হয়েছেন। রোল পাল্টাল ফের। ফের তিনি খারাপ বাবা। নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন কুশল। চরিত্রে ঢোকার প্রস্তুতি। TV9 বাংলাকে কী বললেন একান্ত সাক্ষাৎকারে?

অনেকদিন পর ফের ‘দুষ্টুলোক’-এর ভূমিকায়…

হ্যাঁ। অনেকগুলো বছর পর আবার আমি ধারাবাহিকের খলনায়কের চরিত্রে অভিনয় করছি।

মাঝে আপনাকে ভাল বাবা কিংবা কাকার চরিত্রেই আমরা দেখছিলাম…

এক্কেবারেই। শেষ দুষ্টুলোক হয়েছিলাম ‘জড়োয়ার ঝুমকো’ সিরিয়ালেই। তারও আগে ‘একদিন প্রতিদিন’-এ ভিলেন হয়েছিলাম।

খলনায়কের চরিত্র কি বেশি চ্যালেঞ্জিং?

আসলে খলনায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ অনেক বেশি। চরিত্রের চিত্রায়ণ যদি সেভাবে হয়, অনেকটা খেলিয়ে অভিনয় করা যায়। আমাদের চিত্রনাট্যকার স্নেহাশিস চক্রবর্তী। তিনি চরিত্র সাজান যত্ন সহকারে। আমার বিশ্বাস, ওঁর হাতে পুষ্পরঞ্জন অনেকটাই রঙিন হয়ে উঠবে।

বাংলা সিরিয়ালে ভ্যাম্পদের (মহিলা ভিলেন) আধিপত্যই বেশি, সেভাবে আমরা পুরুষদের দেখতে পাই না…

তুলনায় কম রয়েছেন খলনায়করা। পুরুষরাও কিন্তু জমিয়ে খেলতে পারেন। সেটাই চ্যালেঞ্জ। ভাল বাবা থেকে খারাপ বাবার চরিত্র করব—অভিনেতা হিসেবে এই রকমফের একান্ত জরুরি বলে মনে করি।

অনেকগুলো বছর ধরে ফাঁকে-ফাঁকে ভিলেন চরিত্রে অভিনয় করছেন… এখনকার ভিলেনদের কেমন মনে হয়?

আগে গল্পের ধরন অন্যরকম ছিল। ভিলেনের মধ্যেও কিছু ধূসর (খারাপ-ভাল মিলিয়ে চরিত্রায়ণ) স্তর ছিল। অনেক সূক্ষ্মতা ছিল। এখন সবটাই পাল্টে গিয়েছে। অনেক বেশি বাণিজ্যিক হয়ে গিয়েছে গল্পগুলো। ফলে ভিলেনও কালোর বাইরে বেরতে পারে না। ভিলেনের সবটাই এখন খারাপ। আগে কিন্তু সেটা ছিল না। তবে আমার মনে হয় স্নেহাশিস ইউনিকভাবেই তিনি তৈরি করবেন পুষ্পরঞ্জন চৌধুরীকে।

খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য বিকাশ রায়কে জুতো খুলে মেরেছিলেন এক দর্শক। এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কখনও?

(হাসি) ওটা একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু সত্যি বলতে আমার বেলায় সেরকম কিছু ঘটেনি। তবে হ্যাঁ, লোকে এসে আমাকে জিজ্ঞেস করেছেন সরাসরি, খারাপ মানুষ কেন হয়ে গিয়েছি। আমাকে ভাল হতে অনুরোধও করেছিলেন তাঁরা।

ভিলেনরা দর্শকের চক্ষুশূল হন বেশি। খারাপ মানুষের চরিত্রে প্রবেশ করে মানসিকও চাপ তৈরি হয় অভিনেতাদের মধ্যে। শোনা যায়, হলিউড ছবি ‘দ্য জোকার’-এর অভিনেতা হিথ লেজার মানসিক স্থিতি হারিয়ে আত্মহত্যাও করেছিলেন… এসব নানাবিধ কারণে কি পারশ্রমিক বেশি পান খলনায়করা?

(হাসি) না-না, এক্কেবারে না। এর জন্য ভিলেনরা বেশি টাকা পান না। মানুষের এই ধারণা ভুল। এমন কোনও ফর্মুলা নেই টলিউডে। খালি এটুকুই বলতে পারি।