Adrit-Kaushambi: কৌশাম্বীকে কাছে টেনে প্রকাশ্যে আদৃত, পোস্ট দেখেই খুশির মেজাজে ভক্তরা

Viral News: এবার আর রাগ ঢাক নয়, প্রকাশ্যে কৌশাম্বীকে কাছে টেনে ছবি পোস্ট করলেন আদৃত। বান্ধবীর জন্মদিন বলে কথা। তাই তাঁকে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন আদৃত।

Adrit-Kaushambi: কৌশাম্বীকে কাছে টেনে প্রকাশ্যে আদৃত, পোস্ট দেখেই খুশির মেজাজে ভক্তরা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 9:30 PM

অদ্রিত রায় ও কৌশম্বী চক্রবর্তী, একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন এমন খবর ছড়িয়েছিল মিঠাই ধারাবাহিকের সেট থেকেই। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু ও আদ্রিদের মধ্যে সম্পর্ক গড়ছে গোপনে। পরবর্তীতে সেই তথ্য ভুয়ো প্রমাণিত হয়। কিছুদিনের মধ্যেই সবটা স্পষ্ট হয়ে যায় টেলি দুনিয়ার ভক্তদের কাছে। মিঠাই নয় বরং পর্দার সিদ্ধার্থ মন দিয়েছেন পর্দার দিদিয়া অর্থাৎ কৌশম্বীকে। প্রকাশ্য সম্পর্ক নিয়ে কখনওই এই জুটি মুখ খোলেননি। তবে মাঝেমধ্যেই তাঁদের করা পোস্ট, লাঞ্চ ডেট, এমন কি জন্মদিনের শুভেচ্ছা সবটাই ভাল করে পর্যবেক্ষণ করে ভক্তরা দু’য়ে দু’য়ে চার করে নিয়েছে খুব সহজে।

তবে এবার আর রাগ ঢাক নয়, প্রকাশ্যে কৌশাম্বীকে কাছে টেনে ছবি পোস্ট করলেন আদৃত। বান্ধবীর জন্মদিন বলে কথা। তাই তাঁকে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন আদৃত। যেখানে ক্যাপশনে লিখলেন, ‘পাগলি মেয়ে শুভজন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থেকো।’  আদৃত ও কৌশাম্বীকে একসঙ্গে বহুদিন পর দেখতে পেয়ে বেজায় খুশি ভক্তরা। জুটিকে পাশাপাশি বেশ মানিয়েছে, কৌশাম্বীর জন্মদিনে এই বিশেষ শুভেচ্ছাই যেন ভক্তদের কাছে পাল্টা উপহার হয়ে রয়ে গেল। এদিন সকাল থেকেই কৌশাম্বীকে, জন্মদিনের শুভেচ্ছায় ভরালেন তারকা থেকে ভক্তরা। তবে আদৃতের সঙ্গে স্পেশাল কী সেলিব্রেশন থাকলেও তা প্রকাশ্যে আনলেন না এই জুটি। ফলে সেলিব্রেশন প্ল্যান গোপনেই থেকে গেল।