Serial Gossip: ‘ভদ্র বাড়ির মেয়েরা নাচে?’ ধারাবাহিকের সংলাপে কটাক্ষের ঝড়
Viral Post: নাচ করতে ভালবাসেন শিমুল। কিন্তু শিমুলের সেই গুনকে মেনে নিতে নারাজ তার নতুন বর। প্রকাশ্যে বলে বসলেন, ভদ্র বাড়ির মেয়েরা নাচে না বলেই তিনি জানেন।
সদ্য শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক। যার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মানালী দে। যদিও এই ধারাবাহিক মূলত চার বন্ধুর গল্প, যেখানে চার মেয়ে তাদের নিজ নিজ জীবনের গল্প ও সংগ্রামের কথাই একে অপরের সঙ্গে মন খুলে শেয়ার করে থাকেন। এমনই ছকে বাঁধা এই ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই তা নিয়ে চর্চা তুঙ্গে। প্রথম সপ্তাহতে TRP-র তালিকাতে তা জায়গা করে নিতে পারেনি। ঝড়ের গতিতে ভাইরাল হল এবার এই ধারাবাহিকের এক সংলাপ। এক বনেদী বাড়ির মেয়ে শিমুল, তাঁকে বিয়ে করতে এসেছেন এক শিক্ষক, তবে শিক্ষকের মুখে সংলাপ শুনে বেজায় চটে গেলেন দর্শকেরা।
নাচ করতে ভালবাসেন শিমুল। কিন্তু শিমুলের সেই গুনকে মেনে নিতে নারাজ তার নতুন বর। প্রকাশ্যে বলে বসলেন, ভদ্র বাড়ির মেয়েরা নাচে না বলেই তিনি জানেন। এই প্রোমো প্রকাশ্যে আসতেই চরম ট্রোল্ড ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে একের পর এক প্রতিবাদের ঝড়। এক নেটিজ়েন লিখলেন, ”ভদ্র বাড়ির মেয়েরা ঘুঙুড় পরে নাচে না। এ কেমন শিক্ষক? বাংলা ধারাবাহিক আর কোনও ধারণাই জানে না…।” অপর এক নেটিজ়েন লিখলেন, ”নাচ একটা আর্ট, এটা কোনও খাবার নয়, যে ভদ্র বাড়ির মেয়েরা খায় না, আর অভদ্র বাড়ির মেয়েরা খায়। নাচ যে কেউ করতে পারে, এটা ক্লাস দেখে হয় না। দয়া করে বাংলা ধারাবাহিকে এসব দেখাবেন না। যেখানে মেয়েদের শ্বশুরবাড়িতে এসব ফেস করতে হয়।” ধারাবাহিকে একগুচ্ছ পরিচিত মুখ থাকলেও তা নিয়ে দর্শকেরা দুই ভাগে বিভক্ত। এখন দেখার, সময়ের সঙ্গে সঙ্গে এই ধারাবাহিক সেরার সেরা তালিকায় নাম লেখাতে পারে কি না…।
View this post on Instagram