Anamika Chakraborty: ‘এখানে আকাশ নীল’-এর পর আবারও ছোট পর্দায় অনামিকা, ভক্তদের চোখে জল
অনামিকার এই খবরে ভক্তদের চোখে জল। একজন লিখেছেন, "দিদি প্রায় দেড় বছর আমার তোমাকে দেখব, আমার কান্না পাচ্ছে"। আর এক জনের বক্তব্য, "দিদি আমি তো ভাবতেই পারছি না তোমায় আবার দেখব"।
অনামিকা ভক্তদের জন্য সুখবর। ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে নতুন কোনও ধারাবাহিকে নয়। জলসার এক জনপ্রিয় ধারাবাহিকেই দেখা যেতে চলেছে তাঁকে।
বছর খানেক আগেও ছোট পর্দায় তিনি পরিচিত ছিলেন হিয়া হিসেবে। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। নতুন প্রজন্মের মধ্যে রাতারাতি ‘বাজ’ তৈরি করেছিল ধারাবাহিকটি। জনপ্রিয় হলেও শেষ হয়ে যায় ধারাবাহিকটি। মন খারাপ হয়েছিল দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড উঠেছিল #উইওয়ান্টহিয়ানব্যাক। অনামিকা ভক্তদের এতদিনের সেই চাহিদা অবশেষে পূর্ণ হতে চলেছে।
‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে চরিত্রটি কেমিও, কিছুদিন পরেই শেষ হবে মেয়াদ। এ বিষয়ে অনামিকার বক্তব্য, “অনেক দিন থেকেই কেমিও চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। এই শো’য়ের জন্য তা সম্ভব হচ্ছে। সুন্দর ভাবে শেষ হচ্ছে এই বছর।” প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে অনামিকার লুকও। হিয়ার সঙ্গে এই চরিত্রের অবশ্য কোনও মিল নেই।
অনামিকার এই খবরে ভক্তদের চোখে জল। একজন লিখেছেন, “দিদি প্রায় দেড় বছর আমার তোমাকে দেখব, আমার কান্না পাচ্ছে”। আর এক জনের বক্তব্য, “দিদি আমি তো ভাবতেই পারছি না তোমায় আবার দেখব”। যদিও অনেকেই প্রশ তুলেছেন মূল চরিত্রে নতুন ধারাবাহিকে অভিনয় না করে কেন কেমিও চরিত্রে অভিনয় করতে রাজি হলেন অনামিকা? দিন কয়েক আগেই শেষ হয়েছে জলসার এক ধারাবাহিক ‘তিতলি’। ওই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মধুপ্রিয়াও স্টার জলসার অপর এক ধারাবাহিকে এই মুহূর্তে কেমিও চরিত্রেই অভিনয় করছেন। ইয়ংস্টারদের নতুন ট্রেন্ড? বাহস তেমনটাই।
প্রসঙ্গত, এখানে আকাশ নীলের পর ধারাবাহিকে অভিনয় না করলেও কিন্তু বড় পর্দায় কাজ করেছেন অনামিকা। কাজ করেছেন ইস্কাবন নামক এক ছবিতেও। তাঁর এই নতুন চরিত্র দর্শকদের কতটা মনে ধরে এখন সেটাই দেখার।
View this post on Instagram
আরও পড়ুন- Nusrat Jahan: একুশ জুড়ে বিতর্কের অন্য নাম নুসরত জাহান