Kamala O Sreeman Prithviraj: বাংলা সিরিয়ালের গল্পে ‘লগান’-এর ক্রিকেট ম্যাচ, বিদেশি কলাকুশলীরা এলেন কোথা থেকে?

Lagaan: বৃষ্টির মধ্যে শুটিং হয়েছে ধারাবাহিকের ক্রিকেট ম্য়াচের। এ প্রসঙ্গে অভিনেতা কুশল চক্রবর্তী TV9 বাংলাকে বলেছেন, "বিষয়টা আমরা খুব উপভোগ করেছি। প্রবল বৃষ্টিতে আউটডোর শুটিং হয়েছে। সেটা একটু পরিশ্রমের ছিল।" এছাড়া, ক্রিকেট ম্যাচে প্রচুর বিদেশি অভিনেতাকে নিয়ে আসা হয়েছিল। তাঁদের নিয়ে আসা হয়েছিল এক বিশেষ জায়গা থেকে।

Kamala O Sreeman Prithviraj: বাংলা সিরিয়ালের গল্পে 'লগান'-এর ক্রিকেট ম্যাচ, বিদেশি কলাকুশলীরা এলেন কোথা থেকে?
'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে 'লগান'
Follow Us:
| Updated on: Oct 10, 2023 | 8:45 AM

 

স্নেহা সেনগুপ্ত

ভারতে শুরু হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের মহাযুদ্ধের সময় ধারাবাহিক থেকেই বা কেন বাদ যাবে ক্রিকেট খেলা? তাই তো ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকেও দেখানো হচ্ছে সেই ক্রিকেট খেলাই। পিরিয়ড পিস এই গল্প। ব্রিটিশদের সময়কে তুলে আনা হয়েছে। সাদা চামড়ার সঙ্গে ক্রিকেট ম্যাচকে দেখানো হচ্ছে মেগাতেও। মনে পড়ে যেতে পারে আমির খান অভিনীত এবং আশুতোষ গোয়াড়েকর পরিচালিত কালজয়ী ‘লগান’ ছবির কথাও। ক্রিকেট ম্যাচ জিততে পারলে গরিব গ্রামবাসীর তিনগুণ লগান’ (খাজনা) মাফ করে দেওয়া হবে—এমনটাই শর্ত দিয়েছিল ইংরেজরা। সেই ছবির মতোই ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর এখনকার প্লট।

কোনও কিছু না ভেবে সেই শর্তে রাজি হয়ে গিয়েছিল ভুবন, ‘লগান’-এ যে চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। শুরু হয়েছিল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গরিব কৃষকদের ক্রিকেট খেলার অনুশীলন। ব্যাট-বল তৈরি থেকে শুরু করে খেলাকে বোঝা—সবটাই নিজ প্রয়াসে করেছিলেন গ্রামের লেখাপড়া না-জানা অসহায় মানুষগুলো। এ দিকে, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ কমলার (অভিনেত্রী অয়না চট্টোপাধ্যায়) শ্বশুরমশাইয়ের (কুশল চক্রবর্তী) ওকালতির লাইসেন্স বাতিল করে দেয় ইংরেজরা। সে চাষ করতে যায় জমিতে। সেখানেও বাধা দেয় ইংরেজরাই। বলা হয়, সেখানে নাকি তৈরি হবে ইংরেজদের ক্রিকেট খেলার মাঠ। শর্ত দেওয়া হয় কমলার শ্বশুরকে, খেলায় জিতলে পারলে তবেই জমিতে চাষ করার অনুমতি মিলবে। ক্রিকেট বিশ্বকাপের মরশুমে বাংলা সিরিয়ালে সত্যিই কি ‘লগান’ তৈরি করতে চেয়েছিলেন লেখক? ব্যবহার করা হয়েছে ‘লগান’-এর গানও। জানতে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় ধারাবাহিকের লেখক জ্যোতি হাজরার সঙ্গে।

জ্যোতি বলেন, “আমাদের মেগা সিরিয়ালে পুরনো টেম্পলেটে বিজিএম মিউজ়িকগুলো (ধারাবাহিকের লেখক এক্ষেত্রে সিনেমার পরিচিত আবহসঙ্গীত ব্যবহারের কথা বলেছেন) থাকেই। জগৎপুরের চাষীদের সংগ্রাম দেখিয়েছি আমরা। কমলার শ্বশুরমশাইয়ের আইনের লাইসেন্স বাতিল করে দেয় ইংরেজরা। তাঁর চাষের জমিও নিয়ে নেয়। বলে, চাষের জমি ফেরত পেতে হলে তাদের সঙ্গে ক্রিকেট ম্যচে জিততে হবে। এমনই বিষয় কিন্তু ‘লগান’ ছবিতেও ছিল।” তাহলে কতটা স্বতন্ত্র এই সিরিয়ালের গল্প? জ্যোতির কথায়, “এই গল্পটা এক্কেবারেই আলাদা। ‘লগান’-এ ব্যক্তিগত ঝামেলা ছিল না। এখানে কিন্তু ব্যক্তিগত ঝামেলাই দেখানো হয়েছে। এখানে কমলাই প্রধান। সে ইংরেজি ভাষাটা জানে। অনুবাদক হয়ে কাজ করে মাঠে।”

বৃষ্টির মধ্যে শুটিং হয়েছে ধারাবাহিকের ক্রিকেট ম্য়াচের। এ প্রসঙ্গে অভিনেতা কুশল চক্রবর্তী TV9 বাংলাকে বলেছেন, “বিষয়টা আমরা খুব উপভোগ করেছি। প্রবল বৃষ্টিতে আউটডোর শুটিং হয়েছে। সেটা একটু পরিশ্রমের ছিল।” এছাড়া, ক্রিকেট ম্যাচে প্রচুর বিদেশি অভিনেতাকে নিয়ে আসা হয়েছিল। সিরিয়ালের কলাকুশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা মায়াপুর ইস্কনের রাধাকৃষ্ণের ভক্ত। শুটিং ফ্লোরে ছিল ‘রাধে রাধে’, ‘হরে কৃষ্ণ’ ধ্বনিও।