Bharti Singh: মা হলেন ভারতী সিং, ছেলে হল না মেয়ে?
Bharti Singh: সিং পরিবারে খুশির হাওয়া। সুখবরটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন হর্ষ।
সিং পরিবারে খুশির হাওয়া। পুত্র সন্তানের মা হলেন ভারতী সিং। বাবা হলেন হর্ষ লিম্বাচিয়া। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুখবরটি শেয়ার করলেন হর্ষ নিজেই । একে অপরের দিকে মুগ্ধ। এমনই এক মিষ্টি ছবি পোস্ট করে হর্ষ লেখেন’ছেলে হয়েছে।’
সুখবর পোস্টের সঙ্গে সঙ্গে নেট পাড়ায় লাইকের ঝড়, কমেন্টের বন্যা। নেহা কক্কর থেকে মৌনি রায় কে নেই সেই তালিকায়। নতুন মা-বাবাকে একরাশ শুভেচ্ছা জানাতে ভুললেন না কেউই। রাহুল বৈদ্য লিখলেন, “আর ধৈর্য্য রাখতে পারছি না, কবে দেখব খুদেকে।” অনিতা হাসনন্দানির কমেন্টেও সেই একই উত্তেজনা।
View this post on Instagram
গত বছরের শেষে জীবনের এই স্পেশ্যাল খবরটি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন হর্ষ এবং ভারতী। বাড়িতেই প্রেগন্যান্সি পরীক্ষা করিয়েছিলেন ভারতী। স্ট্রিপেই মিলেছিল ‘গুড নিউজ়’। আনন্দে ভাংড়া নাচে গা ভাসিয়েছিলেন কমেডি কুইন। প্রথম সন্তান বলে কথা। এই টুকু সেলিব্রেশন তো করতেই হবে।
এর আগে এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছিলেন হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর।ভারতী জানান তাঁর ওজনের জন্যই নাকি আড়াই মাস অবধি তিনি বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা।
তাঁর কথায়, যখন আমি অন্তঃসত্ত্বা হই আড়াই মাসের জন্য আমি কিছুতেই বুঝতে পারিনি। মোটা মানুষেরা আবুঝে উঠতে পারে না। আমি খাচ্ছিলাম, শুট করছিলাম। ডান্স দিওয়ানেতে গিয়ে নাচ করছিলাম। হঠাৎ করেই মনে হল একবার পরীক্ষা করিয়ে দেখি। করালাম। বাইরে এলাম। দেখলাম টেস্টিং কিটে দু’টো লাইন। হর্ষকে গিয়ে বলাতে ও নিজেও খুব খুশি। তবে প্ল্যানিং করে কিছু হয়নি।” আপাতত নতুন মা এবং সন্তানকে দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।
আরও পড়ুন: পরিকল্পনা ছাড়াই গর্ভবতী, প্রথম আড়াই মাস নাকি বুঝতেই পারেননি ভারতী!