Bharti Singh: মা হওয়ার কিছু দিন আগেই রটল ভুয়ো খবর, ভয় পাচ্ছেন ভারতী!
Bharti Singh: প্রথম বার মা হচ্ছেন ভারতী। ভয় যেমন রয়েছে একই সঙ্গে রয়েছে উত্তেজনাও। মা হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই এ নিয়ে বিভিন্ন সময়ে মুখ খুলেছিলেন তিনি।

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এর পরেই দুই থেকে তিন হবেন হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিং। এপ্রিলের প্রথম সপ্তাহতেই সন্তান জন্ম দেবেন তিনি। এরই মধ্যে তাঁকে নিয়ে রটেছে মিথ্যে খবর। খবর নস্যাৎ করে ভারতীর বক্তব্য, “আমি ভয় পাচ্ছি… “।
কী রটেছে তাঁকে নিয়ে? মা হওয়ার আগেই রটে যায় তিনি মা হয়ে গিয়েছেন। জন্ম দিয়েছেন এক কন্যা সন্তানের। নিমেষেই শুভেচ্ছা বার্তায় ভরে যায় ভারতীর ফোন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। এদিকে কমেডিয়ান তখন শুটিংয়ে। অবস্থা এতটাই হাতের বাইরে চলে যায় যে, লাইভে এসে ভারতী মুখ খুলতে বাধ্য হন। তিনি বলেন, “রটেছে আমার নাকি মেয়ে হয়েছে। এ খবর সত্যি নয়। আমি ‘খতরা খতরা’র সেটে রয়েছি। আমি এখনও কাজ করছি। আমি কিন্তু ভয় পাচ্ছি। ডেট ক্রমশ এগিয়ে আসছে”।
তবে এরই মধ্যে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মজা করতেও ছাড়েননি তিনি। ভারতী বলেন, “হর্ষ ও আমার মধ্যে আমাদের সন্তানকে নিয়ে অনেক কথা হয়। তবে একটা জিনিস আমরা দুজনেই বিশ্বাস করি আমাদের সন্তান কিন্তু খুব মজাদার হবে। কারণ আমরা দুজনেই যে মজার মানুষ।”
প্রথম বার মা হচ্ছেন ভারতী। ভয় যেমন রয়েছে একই সঙ্গে রয়েছে উত্তেজনাও। মা হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই এ নিয়ে বিভিন্ন সময়ে মুখ খুলেছিলেন তিনি। দিন কয়েক আগেই যেমন জানান মা হচ্ছেন প্রথম আড়াই মাস নাকি বুঝতেই পারেননি তিনি। ভারতী জানান তাঁর ওজনের জন্যই নাকি তিনি বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা। তাঁর কথায়, “মোটা মানুষেরা বুঝে উঠতে পারে না। আমি খাচ্ছিলাম, শুট করছিলাম। ডান্স দিওয়ানেতে গিয়ে নাচ করছিলাম। হঠাৎ করেই মনে হল একবার পরীক্ষা করিয়ে দেখি। করালাম। বাইরে এলাম। দেখলাম টেস্টিং কিটে দু’টো লাইন। হর্ষকে গিয়ে বলাতে ও নিজেও খুব খুশি। তবে প্ল্যানিং করে কিছু হয়নি।” গত ডিসেম্বরে ভাংড়া নেচে অভিনব এক ভিডিয়ো প্রকাশ করে মা হওয়ার খবর জানিয়েছিলেন কমেডিয়ান। আপাতত আর কয়েক দিনের অপেক্ষা। সংসারে নতুন অতিথি এল বলে।
View this post on Instagram
আরও পড়ুন- কাকাকে নিয়ে ‘মিথ্যাচার’ রণবীরের? ভাইপোর কথা মানলেনই না রণধীর!





