Jeetu Kamal: অসফল স্বামীর সঙ্গে বিচ্ছেদই নিয়তি! ফের একবার নবনীতাকে খোঁচা জিতুর?
Jeetu Kamal: দিন যত এগচ্ছে জিতু কামাল ও নবনীতা দাসের সম্পর্ক যেন তলানিতে ঠেকছে। আইনি বিচ্ছেদের দিকে এগিয়েছেন তাঁরা। তবু জিতুর পোস্টে কখনও অবসাদ আবার কখনও বা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা। এরই মধ্যে ফের একবার নবনীতাকে খোঁচা দিলেন নায়ক?
দিন যত এগচ্ছে জিতু কামাল ও নবনীতা দাসের সম্পর্ক যেন তলানিতে ঠেকছে। আইনি বিচ্ছেদের দিকে এগিয়েছেন তাঁরা। তবু জিতুর পোস্টে কখনও অবসাদ আবার কখনও বা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা। এরই মধ্যে ফের একবার নবনীতাকে খোঁচা দিলেন নায়ক? একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। ভিডিয়োর সারমর্ম স্ত্রীর ভালবাসা, বোঝাপড়া ও আদরের মধ্যে দিয়েই একজন স্বামী সফলতার চূড়ায় পৌঁছতে পারে। অন্যদিকে এমন অনেক স্ত্রী থাকেন যারা স্বামীকে অসফল তকমা দিয়ে দেন। স্বামী মুষড়ে পড়েন। সাফল্যের চূড়ায় তাঁর আর পৌঁছনো হয় না। কার দিকে ইঙ্গিত তাঁর? নাকি নিছকই পোস্ট?
এর আগে এক পোস্টে জিতু লিখেছিলেন, “আমার ঘটনার একমাত্র সাক্ষী আমিই। শুধু আমি জানি কী করে তা থেকে পার হচ্ছি।” যোগ করেছিলেন, “আমি আমার মানসিক সুস্থতা ও দুশ্চিন্তার সঙ্গে যুদ্ধ করে চলেছি।” যদিও নবনীতার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে প্রকাশ্যে কোনওদিনই মুখ খোলেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় নবনীতা বিচ্ছেদের খবর ঘোষণা করার পরেও জিতু বলেছিলেন, “ও বাচ্চা মেয়ে, রাগের মাথায় বলে ফেলেছে।”
View this post on Instagram