Bengali Serial TRP: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জ্যাস-দীপা, রেজাল্ট দেখলে চোখ কপালে উঠবে!
Bengali Serial TRP: আরও একটা সপ্তাহ। টিআরপি চার্ট আবারও সামনে। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান নিয়ে দুই ধারাবাহিকের মধ্যে চলছে জোর টক্কর। দু'টি হল 'জগদ্ধাত্রী' ও 'অনুরাগের ছোঁয়া'।
আরও একটা সপ্তাহ। টিআরপি চার্ট আবারও সামনে। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান নিয়ে দুই ধারাবাহিকের মধ্যে চলছে জোর টক্কর। দু’টি হল ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহের আগের সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’র এতদিনের রেকর্ড ভেঙে ফেলে প্রথম হয়েছিল ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে যদিও উল্টে গিয়েছিল হিসেব। এই সপ্তাহে কী হল? মাত্র পয়েন্ট একের জন্য এই সপ্তাহে প্রথম হওয়া হল না ‘অনুরাগের ছোঁয়া’র। বদলে ওই জায়গা ছিনিয়ে নিল ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ওই ধারাবাহিক পেয়েছে ৮.১। অন্যদিকে এই সপ্তাহে অনুরাগের ছোঁয়ার ঝুলিতে এসেছে ৮.০।
তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। আর চতুর্থ স্থানেও গত সপ্তাহের মতো রয়েছে ‘রাঙা বউ’। এক লাগে বেশ অনেকটা নম্বর বেড়েছে ‘নিম ফুলের মধু’র। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৬। কিন্তু এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৪। নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’র পারফরম্যান্স প্রথম থেকেই ভাল না থাকলেও বিগত কয়েক সপ্তাহে এই ধারাবাহিকে নম্বর ক্রমশ যেন বেরেই চলেছে। ধারাবাহিকটি এই সপ্তাহে পেয়েছে ৭.৩। পিছনে ফেলে দিয়েছে অনেক পুরনো ধারাবাহিককে।
সপ্তম, অষ্টম , নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘বাংলা মিডিয়াম’, ‘হরগৌরী পাইস হোটেল’, ‘কার কাছে কই মনের কথা’ ও ‘তুঁতে’। টিআরপি এমনই একটা জায়গা, সেখানে আজ যে রাজা কাল সেই ফকির। আগামী দিনে কী হয়, কেই বা বলতে পারে?