Bengali Serial TRP: তিতিরের আত্মত্যাগই পছন্দ হয়েছে দর্শকের, খড়িকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে সে

Bengali Serials: গত সপ্তাহের ফার্স্ট গার্ল গৌরী এ সপ্তাহে কত নম্বরে? টিআরপিতে ব্যাপাক ওলটপালট...

Bengali Serial TRP: তিতিরের আত্মত্যাগই পছন্দ হয়েছে দর্শকের, খড়িকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে সে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2022 | 7:58 PM

সোমবারেই টিআরপির তালিকা হাতে পেয়েছিল বঙ্গবাসী। এবারে বৃহস্পতিবারও আবারও ধামাকা। হাতে এল টিআরপির তালিকা আরও একবার। আর গত সপ্তাহের পুনরাবৃত্তি দেখা গেল আরও একবার। গৌরী এল ধারাবাহিকের প্রথম স্থান আবারও হল হাতছাড়া। গত সপ্তাহে ওই ধারাবাহিক ছিল দ্বিতীয় স্থানে, তবে এবার গেল আরও পিছিয়ে। গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও প্রথম হয়েছে ‘ধুলোকণা’। তবে নম্বর কমেছে। ৮.৩ কমে এসে দাঁড়িয়েছে ৮.০-তে। অন্যদিকে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ভাল ফল করা ‘অনুরাগের ছোঁয়া ‘ এই সপ্তাহে রয়েছে দ্বিতীয় স্থানে। নম্বর কমলেও সে পেয়েছে ৭.১। জগদ্ধাত্রী শুরু থেকেই ভাল অঙ্কের ধারাবাহিকতা বজায় রেখেছে। এই সপ্তাহে ওই ধারাবাহিকের স্থান তৃতীয়তে। যদিও নম্বর কমেছে। পেয়েছে ৭.০। অন্যদিকে একদা টপার গৌরীর কিন্তু গত দু সপ্তাহের ফলাফল বেশ তলানিতে। সে পেয়েছে ৬.৯।

এর পরেই দেখা গিয়েছে আলতা ফড়িংকে। ফড়িং পেয়েছে ৬.৬। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৭.৩। ভাবছেন তো কোথায় গেল ‘গাঁটছড়া’? তার অবস্থা এই সপ্তাহে বেজায় খারাপ। এই সপ্তাহে ওই ধারাবাহিকককে ছাপিয়ে গিয়েছে ‘মাধবীলতা’ ও ‘এক্কা দোক্কা’ও। প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.৫। গাঁটছড়া কমে তার নম্বর দাঁড়িয়েছে ৬.৩। রয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছে সাহেবের চিঠি। প্রাপ্ত নম্বর ৬.১। আর মিঠাই? গল্পের প্লট, ধামাকা এনেও শেষরক্ষা হয়নি। সে রয়েছে নবম স্থানে। প্রাপ্ত নম্বর ৫.৬। আর অন্যদিকে লক্ষ্মী কাকিমা সুপারস্টার রয়েছে দশম স্থানে। নম্বর ৫.৫।

প্রত্যেক সপ্তাহে পাল্টে-পাল্টে যাচ্ছে টিআরপির হিসেব। পাল্টে যাচ্ছে প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানাধিকারীরা। যে কোনও একটি ধারাবাহিক টানা অনেকগুলো সপ্তাহ একই জায়গা দখল করে থাকতে পারছে না। তার মধ্যে দেখা যাচ্ছে, অনেক সময়ই টিআরপির কারণে সিরিয়াল বন্ধ হচ্ছে ৬ মাস চলার পরই। নতুন-নতুন অনেক সিরিয়ালও সম্প্রচার শুরু করছে।