HS 2023: প্রকাশ্যে উচ্চমাধ্যমিকের ফল, অনন্যা-সোহম কত পেলেন জানেন?
HS 2023: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। সেই পরীক্ষারই ফলাফল বেরিয়েছে আজ অর্থাৎ বুধবার। টেলিপাড়ায় এবার ছিলেন দুই পরীক্ষার্থী। অনন্যা গুহ ও সোহম বসু চৌধুরী। শুটিং সামলেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাঁরা। কেমন হল তাঁদের পরীক্ষার ফলাফল?
জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। সেই পরীক্ষারই ফলাফল বেরিয়েছে আজ অর্থাৎ বুধবার। টেলিপাড়ায় এবার ছিলেন দুই পরীক্ষার্থী। অনন্যা গুহ ও সোহম বসু চৌধুরী। শুটিং সামলেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাঁরা। কেমন হল তাঁদের পরীক্ষার ফলাফল? দু’জনেই উচ্চমাধ্যমিক কলা বিভাগে ছাত্র-ছাত্রী ছিলেন। অনন্যা পেয়েছেন ৭৫ শতাংশ নম্বর। অন্যদিকে সোহম পেয়েছেন আরও একটু বেশি। তিনি পেয়েছেন ৮৫ শতাংশ। নিজেদের পরীক্ষার ফলাফল নিয়ে বেজায় খুশি তাঁরা। কাজ সামলেও তাঁরা যে সাফল্য পেয়েছেন তাতেই খুশি তাঁর বাড়ির লোকেরা। শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরাও। শুধু কি অনুরাগীরা? শুভেচ্ছা জানিয়েছেন কাছের মানুষেরাও। ইন্ডাস্ট্রির রটনা সুকান্ত কুন্ডুর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে অনন্যা। এ দিন অনন্যার পরীক্ষার ফলাফল বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি পোস্ট করতে দেখা যায় তাঁকেও। অনন্যার সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “সৌন্দর্যের সঙ্গে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধিও।”
কিছুদিন আগেই সোহমের ছবি ‘টেনিদা’ মুক্তি পেয়েছে। অন্যদিকে অনন্যাও ধারাবাহিকে কাজ করছেন চুটিয়ে। তাঁর দিদি অলোকানন্দাও অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দুজনেই বেশ সক্রিয়। কাজ সামলে তাঁরা যে এত ভাল রেজাল্ট করেছেন তাতে অবাক তাঁদের অনুরাগীরাও। ভবিষ্যতে দুজনেই গণজ্ঞাপন নিয়ে পড়াশোনা করতে চান। জীবনের ট্র্যাক কোনদিকে এগোয়, তা তো সময়ই বলবে।
আগামী বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। পরীক্ষার্থীদের হাতে প্রস্তুতির জন্য থাকছে ৯ মাসের কিছু কম সময়। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই এখন থেকেই আদা-জল খেয়ে আগামী বছরের উচ্চমাধ্যমিকের প্রস্তুতি শুরু করে দিয়েছে দ্বাদশ শ্রেণির নতুন ব্যাচের পড়ুয়ারা। ১৬ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি ও পঞ্জাবি) পরীক্ষা। ১৭ তারিখ রয়েছে ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। এরপর রুটিন অনুযায়ী পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।