Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul-Rooqma: সব্বাইকে চমকে ‘বিয়ে’ সারলেন রাহুল-রুকমা! নবদম্পতির জন্য শুভেচ্ছার ঢল

Rahul-Rooqma: কাউকে না জানিয়েই তবে বিয়ে সেরে ফেললেন তাঁরা?

Rahul-Rooqma: সব্বাইকে চমকে 'বিয়ে' সারলেন রাহুল-রুকমা! নবদম্পতির জন্য শুভেচ্ছার ঢল
নবদম্পতির জন্য শুভেচ্ছার ঢল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2022 | 3:41 AM

মঙ্গলবার রাত বাড়তেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এক ছবি। বর বেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর বধুবেশে হাসিমুখে রুকমা রায়। শোলার মুকুট থেকে, গাছ কৌটো… বেনারসী থেকে ধুতি পাঞ্জাবি… বাঙালি বিয়েতে যা যা দরকার ওই ছবিতেও ঘাটতি নেই কিছুতেই। কাউকে না জানিয়েই তবে বিয়ে সেরে ফেললেন তাঁরা? ছবি দিতেই শুভেচ্ছার ঢল। রাহুল নিজেও যে ক্যাপশনে লিখেছেন, ‘নবদম্পতি’।

এমনিতেই দু’জনের অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ চর্চিত, এরই মধ্যে এমন এক ছবি– ফ্যানেদের তো সোনায় সোহাগা। কিন্তু রাহুলের সঙ্গে অন্য অভিনেত্রীর প্রেমের কথা সর্বজনবিদিত হলেও রুকমার সঙ্গে কোনও রূপ প্রেমের সম্পর্ক যে বারেবারেই অস্বীকার করা হয়েছে তাঁদের তরফে। তাহলে? ছবিটি এতই জীবন্ত যে স্বস্তিকা মুখোপাধ্যায়ও হতবাক। রাখঢাক না করেই রাহুলকে জিজ্ঞাসা করে ফেললেন, “আমায় জঘন্য শুনতে লাগলেও জিজ্ঞাসা করছি সত্যি সত্যি নাকি সিরিয়াল? আমি ভীষণ কনফিউজড”। স্বস্তিকার প্রশ্নেই শেষমেশ নীরবতা ভেঙেছেন রাহুল।

জানিয়েছেন, বিয়ে হয়েছে ঠিকই তবে রিল লাইফে। ওই ছবি আদপে তাঁদের সাম্প্রতিক ধারাবাহিকের একটি স্টিল ভিন্ন কিছুই নয়। বাস্তবে বিয়ে করেননি তাঁরা। স্বস্তিকার প্রশ্নে রাহুলের রসিক উত্তর, “ভয় দেখিও না প্লিজ”। শুধু কি স্বস্তিকাই?  ওই ছবিকেই সত্যি মনে করে নিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কেউ কেউ তো আবার রীতিমতো হতাশ। তাঁদের বক্তব্য, “ছবি কবে রূপ নেবে বাস্তবে?”

প্রসঙ্গত, ‘দেশের মাটি’ ধারাবাহিক থেকেই রাহুল-রুকমা পছন্দের জুটি। তাঁদের জনপ্রিয়তা এতটাই যে ওই ধারাবাহিকে তথাকথিত লিড নায়ক-নায়িকার থেকে দর্শক বেশি গ্রহণ করেছিলে তাঁদেরই। আর সেই কারণেই এবার তাঁদেরকেই মুখ্য চরিত্রে ভেবে এসেছে নতুন ধারাবাহিক ‘লালকুঠি’। সেই ধারাবাহিকেরই ছবি এটি। ধারাবাহিকে রাহুল-রুকমার কেমিস্ট্রি জমজমাট হলেও দর্শকদের একাংশ আঙুল তুলেছে চিত্রনাট্যের দিকে। তার প্রভাব অবশ্য পড়েছে টিআরপিতেও।