Viral Video: সেটে এ কী করলেন রণবীর সিং! মুহূর্তে বেরিয়ে করণের প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিয়ো
Karan Kundra: শো-এর শুটিং শেষ করা মাত্রই সেট থেকে বেড়িয়ে এলেন করণ কুন্দ্রা। ঝড়ের গতিতে এগিয়ে যেতে যেতে দিলেন নিজের প্রতিক্রিয়া।
রণবীর সিং কে নিয়ে খুব একটা বলার প্রয়োজন পড়ে না, কারণ একটাই, তাঁর উত্তেজনা থেকে শুরু করে এনার্জি, যে কোনও কাজের ক্ষেত্রে বারে বারে সকলকে অবাক করেছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কারণ একটাই, আগামী ছবির প্রমোশন বলে কথা। রণবীর সিং সেই তালিকাতে নতুন কিছু করবে না তা কি হয়! বর্তমানে তিনি জয়েশভাই জোরদার ছবির প্রমোশন নিয়ে বেজায় ব্যস্ত। সেই রণবীর সিং-কে কাছ থেকে দেখেই অবাক করণ কুন্দ্রা। বিস বসের ঘর থেকেই ভাইরাল করণ ও তেজস্বী জুটি। বর্তমানে করণ এক ডান্স শো-এর সঞ্চালনা করছেন।
View this post on Instagram
সেই মঞ্চেই উপস্থিত হয়েছিলেন রণবীর সিং। শো-এর শুটিং শেষ করা মাত্রই সেট থেকে বেড়িয়ে এলেন করণ কুন্দ্রা। ঝড়ের গতিতে এগিয়ে যেতে যেতে দিলেন নিজের প্রতিক্রিয়া। জানালেন একটাই কথা, তিনি রণবীর সিংকে দেখে অবাক হয়ে গিয়েছেন। পুরো আগুন ধরিয়ে দিয়েছেন তিনি নাচের সেটে। প্রথম থেকে শেষ পর্যন্ত কী ব্যপক এনার্জি, নাচে মজায় হুল্লোরে অবাক সেটের সকলেই। করণের কথায়, তিনিও সেদিন থেকেই ভক্ত হয়ে গিয়েছেন রণবীরের। এই ভিডিয়ো পাপরাজিৎদের ক্যামেরাতে ফ্রেমবন্দি হতেই তা ভাইরাল। রণবীরও নিজের একাধিক ভিডিয়ো থেকে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।
View this post on Instagram
রণবীর সিং, আলাদা করে নিজেকে আর প্রমাণ করার প্রয়োজন মনে করেন না তিনি, কারণ ইতিমধ্যেই একাধিক চরিত্রের শেডে তিনি যেভাবে নিজেকে ভেঙে গড়েছেন, তা বারে বারে প্রশংসার ঝড় তোলে। কোথাও গিয়ে যেন সেই চেনা ছন্দের ছক ভেঙেই এবার আসতে চলেছে জয়েস ভাই জোরদার। সম্প্রতি ই-টাইমসের প্রশ্নে তিনি জানান, এই ছবিটি এমন, যদি আপনার চোখে জল না আনে, তবে পয়সা ফেরত। এই ছবিতে একজন গুজরাতির ভূমিকায় দেখা যাবে তাঁকে। সমাজের বিভিন্ন প্রথা ও পরিস্থিতি নিয়ে যেখানে তাঁকে প্রতিবাদ করতেও দেখা যাবে। তবে সব মিলিয়ে এই ছবির মধ্যে আবেগ মানুষের মন ছোঁবে বলে বিশ্বাস রণবীর সিং-এর।