NCB: এবার নার্কোটিক্সের নজরে ভারতী-হর্ষ, তৈরি ২০০ পাতার চার্জশিট
Drug Case: রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসেবে তাদের সরে দাঁড়াতে হতে পারে। যদিও বর্তমানে তারা কোন মন্তব্যই করেননি এই তদন্তের বিষয়।
নার্কোটিক্সের খপ্পরে এবার কমিটিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। গত দু’বছর ধরেই মাদকচক্রে একাধিক বলিউড সেলেবের নাম উঠে আসতে দেখা গিয়েছে। রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরই একের পর এক সেলিব্রিটি নাম সামনে এসেছে। প্রথমেই ২৫ জনের নামের একটি তালিকা সামনে উঠে আসে, যেখানে দেখা গিয়েছিল বি-টাউনের বাঘা বাঘা স্টারদের। সেই তালিকা থেকে বাদ পড়েনি দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীতের মতো বিগ স্টারদের নামও। ২০২০ সালের সেই সার্চেই হাতে নাতে ধরা পড়েছিলেন এই কমেডিয়ান জুটি।
ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া মুহূর্তে খবরের শিরোনামে জায়গা করে নেয়। ২০২০ সালে মাদক চক্রের জন্যই তাদের গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তারা অন্তর্বর্তী জামিনে বাইরে রয়েছেন। তবে মিলল না রেহাই, হল না শেষ রক্ষা। আবারও ২০২২ সালে সেই ফাইল খুলে নারকোটিক্স-এর পক্ষ থেকে ২০০ পাতার একটি চার্জশিট তৈরি করা হল এই দুইয়ের নামে। ঠিক দুবছরের মাথায় আবারও আইনি জটে তাঁরা। ২০২০ সালের নভেম্বর মাসেই গ্রেপ্তার করা হয়েছিল তাদের।
ভারতী ও হর্ষের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৮৬.৫ গ্রাম গাঁজা। পুলিশই তল্লাশিতে যখন এই মাদক তাদের হাতে আসে দুই সেলেপ নিজেরাই স্বীকার করে নিয়েছিলেন তারা গাঁজা সেবন করেন। এরপর তাঁদের গ্রেফতার করা হয় এবং দুদিনের মাথায় ১৫০০০ টাকার বন্ডে তাঁদের জামিন মেলে। এই জুটি একাধিক শো এর সঙ্গে যুক্ত বর্তমানে তারা সারেগামাপা লিটল চ্যাম্প ২০২২ এর সঞ্চালক হিসেবে কাজ করছেন। ফলে নতুন করে এই তদন্ত শুরু হওয়ায় রিয়ালিটি শো এর সঞ্চালক হিসেবে তাদের সরে দাঁড়াতে হতে পারে। যদিও বর্তমানে তারা কোন মন্তব্যই করেননি এই তদন্তের বিষয়।