Rajeev Sen: ‘যে যন্ত্রণা দিল কোনওদিন ক্ষমা করব না,’ স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সুস্মিতার ভাই

Rajeev Sen: রাজীবের অভিযোগ, সম্পর্কে তিনি ঠকাননি। বরং চারুর মা-ই তাঁর কাছে চারু ও তাঁর সহঅভিনেতা করণ মেহরার সম্পর্ক নিয়ে তাঁকে বলেছিলেন।

Rajeev Sen: 'যে যন্ত্রণা দিল কোনওদিন ক্ষমা করব না,' স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সুস্মিতার ভাই
স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সুস্মিতার ভাই
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 8:31 AM

এতদিন চুপ ছিলেন, স্ত্রীর যাবতীয় অভিযোগেও মুখ খোলেননি। তবে অবশেষে নীরবতা ভাঙলেন সুস্মিতার সেনেই ভাই রাজীব সেন। স্ত্রী চারু আসোপার বিরুদ্ধে এবার পাল্টা বিস্ফোরক তিনি। প্রকাশ্যেই বললেন ‘নোংরা মনের মানুষ’। একই সঙ্গে তাঁর দাবি, চারু যে যে অভিযোগ এনেছেন তা একেবারেই মিথ্যে। চারুর অভিযোগ ছিল, রাজীব নাকি তাঁর গায়ে হাত তুলেছেন, অকারণে সন্দেহ করেছেন, এমনকি চারুর আরও অভিযোগ, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন রাজীব পরকীয়াতে জড়িয়েও পড়েন।

রাজীবের কথায়, “ও মেয়ে হওয়ার সমস্ত সুযোগ নিতে চেয়েছে। ও পাগল হয়ে গিয়েছে। ব্যক্তিমানুষ হিসেবে ওর প্রতি আমার যাবতীয় শ্রদ্ধা চলে গিয়েছে। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে ওর কাছে কি কোনও প্রমাণ রয়েছে? আমার গোটা পরিবার ওকে ভালবেসেছে, ওর পাশে থেকেছে। আমার থেকেও বেশি আদর পেয়েছে ও। আর তার পরেও এ সব কী করে বলছে ও! এগুলো কি আমার প্রাপ্য? আমি কোনওদিন ওকে ক্ষমা করব না।”

রাজীবের অভিযোগ, সম্পর্কে তিনি ঠকাননি। বরং চারুর মা-ই তাঁর কাছে চারু ও তাঁর সহঅভিনেতা করণ মেহরার সম্পর্ক নিয়ে তাঁকে বলেছিলেন। তাঁর কথায়, “ওর মানুষকে বিশ্বাস করা নিয়ে সমস্যা রয়েছে। অতীতেও ও একই কাজ করেছে। ওর মা-ই আমাকে এই কথা বলেছে। আমিও মানুষ, মাথা আমারও গরম হয়।” চারু সাংসারিক অশান্তির কথা প্রথমে মিডিয়ার সামনে নিয়ে আসেন। সরাসরি মুখ খোলেন রাজীবের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে। যা একেবারেই পছন্দ হয়নি রাজীবের। তাঁর কথায়, “আমাদের সন্তানকে ও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমার মেয়ের কী এগুলপো প্রাপ্য? যদি সংবাদমাধ্যমের সামনে ও এই সব নিয়ে কথা না বলত তবে সম্পর্কগুলো অন্যরকম হতো।” বিয়ে ভাঙতে চান চারু, সে কথা আগেই জানিয়েছিলেন চারু। বর্তমানে যে পরিস্থিতি তাতে করে এই বিয়ের সম্পর্কে আর থাকতে চান না রাজীবও। তাঁর মতে চারুর চিকিৎসার প্রয়োজন। তাঁর কথায়, “আর পারছি না। যে কিনা নিজের স্বামীর বিরুদ্ধে এই সব বলতে পারে তাঁর সঙ্গে আর থাকা যায় না। ওর সুস্থতা প্রয়োজন। তবে মেয়েকে নিতে চিন্তা হচ্ছে।” আপাতত মেয়ে রয়েছে মায়ের কাছেই। মুম্বইয়ে ফিরলেও আর সেন পরিবারের অংশ হননি তিনি, আছেন ভাড়া ফ্ল্যাটেই।