ভালবাসা রাহুলই! ভিডিয়ো শেয়ার করে জানিয়ে দিলেন রুকমা

দেশের মাটি শুরু হওয়ার পর থেকেই দর্শকের একাংশের পছন্দ রাজা-মাপি জুটি। তাঁদের আনন্দে ফেসবুকে গদগদ পোস্ট, তাঁদের বিরহে চোখে জল আসে ভক্তদের...

ভালবাসা রাহুলই! ভিডিয়ো শেয়ার করে জানিয়ে দিলেন রুকমা
রাহুল-রুকমা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 7:45 PM

হালফিলে টলিপাড়ায় ট্রেন্ডিং ওঁরা…। সোশ্যাল মিডিয়ায় গঠিত হয়েছে তাঁদের দু’জনের অনস্ক্রিন নাম মিলিয়ে একাধিক ফ্যান ক্লাব। ওঁরা রুকমা রায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়। অনস্ক্রিন যারা পরিচিত মাম্পি ও রাজা হিসেবে। দর্শকেরা অবশ্য ভালবেসী তাঁদের রাম্পি বলে ডাকেন। এ বার এই জুটিরই এক মিষ্টি ভিডিয়ো ফাঁস। ফাঁস করেছেন রুকমা নিজেই। জানিয়ে দিয়েছেন ‘ছোটবেলার ভালবাসা’ রাহুলই।

হালফিলে এখন বেশ ট্রেন্ডিং ছত্তিশগড়ের সহদেব ডিরডোর গাওয়া ‘বচপন কা প্যায়ার…’। রিল থেকে লিপ্সিং…বলি থেকে টলি অভিনেতারা মেতে রয়েছেন এই ভাইরাল গানে। মাম্পিও পিছিয়ে রইলেন না। এই গানেই এক রিল ভিডিয়ো শেয়ার করলেন রুকমা। শুটিংয়ের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ না থাকা রাহুল ওরফে রাজাকেও শামিল করলেন সেই ভিডিয়োয়। রাহুলের লাজুক হাসিতে কাত নেটিজেন। একজন লিখেছেন, ‘রাম্পি ফ্যান আমি, এই ভিডিয়ো দেখার পর আজ রাতে ঘুম হবে না’। আর একজনের বক্তব্য, ‘রাহুলদা লজ্জা পেয়েছে।’

রুকমা ভিডিয়ো শেয়ার করেছেন আর ওদিকে রাহুল শেয়ার করেছেন ছবি। রুকমার সঙ্গে নদীর ধারে দেশের মাটি ধারাবাহিকের এক বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছেন রাহুল। গাঢ় নীল আকাশে রাজা-মাম্পির প্রেমে ঝড় উঠেছে কমেন্ট বক্সে।

View this post on Instagram

A post shared by Rooqma Ray (@rayrooqma)

দেশের মাটি শুরু হওয়ার পর থেকেই দর্শকের একাংশের পছন্দ রাজা-মাপি জুটি। তাঁদের আনন্দে ফেসবুকে গদগদ পোস্ট, তাঁদের বিরহে চোখে জল আসে ভক্তদের। ধারাবাহিকের প্লট বলছে সম্প্রতি নানা সমস্যার সম্মুখীন হয়েও সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। উচ্ছ্বাসে যেন বাঁধ ভেঙেছিল ‘রাম্পি’ ভক্তকুলের।

এত অবধি সব ঠিকই ছিল। কিন্তু সপ্তাহ কয়েক আগে রাম্পি ফ্যানের একাংশ অতি আনন্দে শুরু করেছিল ধারাবাহিকটির অন্যান্য জুটিকে অপমান। শুরু হয়েছিল কুৎসিত ট্রোলও। এই ট্রোলিংয়ের সবচেয়ে বড় শিকার ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র শ্রুতি দাস ওরফে নোয়া ও দিব্যজ্যোতি ওরফে কিয়ান। এ নিয়ে মুখ খুলেছিলেন রাহুল। ফেসবুকে তিনি লিখেছিলেন, “অনেকদিন অনেক কিছু সহ্য করছি,কিন্তু রাজা-মাম্পি কে ভালোবাসার অর্থ যদি হয় আমার সহ অভিনেতা/অভিনেত্রীদের অপমান করা…রক্ষে করুন,চাই না এমন ভালোবাসা”। রাহুলের সমর্থনে এগিয়ে আসেন রুকমাও। তিনি লেখেন, “ঠিক কথা বলেছ, সব কিছুর একটা লিমিট থাকা উচিত।”

পরে যদিও রাহুল এক লাইভে বলেন, তিনি সব রাম্পি ফ্যানেদের উদ্দেশ্যে এ কথা বলেননি। তাঁর ওই পোস্ট নির্দিষ্ট একটি পেজের বিরুদ্ধে যারা ইচ্ছাকৃত ভাবে কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন ধারাবাহিকের অন্যতম চরিত্রদের। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে ওই ধারাবাহিকে রয়েছেন একাধিক চেনা মুখ। রাহুল-রুক্মা ছাড়াও রয়েছেন তথাগত-পায়েলের মতো ইন্ডাস্ট্রির পুরনো অভিনেতারাও। ধারাবাহিকের রয়েছে নানা ট্র্যাক। সেই ট্র্যাকের উপরেই ভিত্তি করে কখনও রাহুল-রুক্মার কেমিস্ট্রি পেয়ে যায় প্রাধান্য আবার কখনও বা শ্রুতি-দিব্যজ্যোতি জায়গা পান গোটা এপিসোড জুড়ে। তবে দর্শকমনে রাম্পি জুটির মার্কস যে খানিক বেশি, তা প্রমাণ করে দেয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কমেন্ট আর উচ্ছ্বাস।