Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roadies 2022: রণবিজয়ের বদলে সোনু, রোডিজের নতুন সিজনে থাকছেন না রাফতারও, কিন্তু কেন?

রণবিজয়ের দায়িত্ব সামলাতে চলেছেন সোনু সুদ। এ নিয়ে কী তাঁর প্রতিক্রিয়া?

Roadies 2022: রণবিজয়ের বদলে সোনু, রোডিজের নতুন সিজনে থাকছেন না রাফতারও, কিন্তু কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 9:33 AM

ফিরে আসছে টিনএজারদের মধ্যে সাড়া জাগানো শো এমটিভি রোডিজ। নতুন সিজনে থাকছেন না এতকাল ওই রিয়ালিটি শো’র দায়িত্ব নিজের কাঁধে নেওয়া রণবিজয়। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে দেখা যাবে না র‍্যাপার রাফতারকেও। কিন্তু কেন? মুখ খুললেন তিনি।

ওই সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রথম থেকেই এই সিজনে অংশ না নেওয়ার মনস্থির করে ফেলেছিলেন রাফতার। কেন? তাঁর কথায়, “এই সিজনে এত বদলের আগেই আমি সংশ্লিষ্ট সংস্থাকে না বলে দিয়েছি। আমি এখনই জানাতে পারব না কিন্তু আমি অন্য এক কাজের জন্য বেশ ব্যস্ত।” নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত এক ছবির প্রযোজকের দায়িত্ব সামলাতে চলেছেন রাফতার। ধারণা তাঁর ইঙ্গিত ওই কাজের দিকেই।

রণবিজয়ের দায়িত্ব সামলাতে চলেছেন সোনু সুদ। এ নিয়ে কী তাঁর প্রতিক্রিয়া? রাফতারের কথায়, “সোনু ভাইয়া নিঃসন্দেহে নতুন পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু রণ ভাই এই ১৮ বছর ধরে যে দায়িত্ব সামলেছেন তা কোনওভাবেই অস্বীকার করা যায় না।” ২০১৮ সালে রোডিজের সঙ্গে যুক্ত হন রণবিজন। প্রথম সিজনেই অরুণ শর্মার কাঁধে ভর দিয়ে ওই সিজনের বিজয়ী হন তিনি। গত বছর প্যান্ডেমিকের পর ওই শো আবার শুরু হলে তাঁর জায়গা নেন প্রাক্তন রোডিজ বরুণ সুদ। এবারেও দেখা যাবে না রাফতারকে।

প্রসঙ্গত, গত বছরই দ্বিতীয় বার বাবা হয়েছেন রণবিজয় সিং। রণবিজয় এবং তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা সিংয়ের এক মেয়ে রয়েছে। তার নাম কায়নাত।২০১৪-র এপ্রিলে বিয়ে করেন এই জুটি। ২০১৭-র জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান কায়নাতের জন্ম হয়। সে সময় রণবিজয় বলেছিলেন, “কখনও কখনও ওর মধ্যে আমাকেই নতুন রূপে দেখতে পাই। কায়নাত আমাকে অনেক বেশি দায়িত্ববান করেছেন। প্রত্যেক দিন কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করি আমি। ওর সঙ্গে সময় কাটানোটা দারুণ অনুভূতি। আমি এমন প্রজেক্টে কাজ করতে চাই, যা নিয়ে ও গর্বিত হবে।” এবারে তাঁর কাঁধে জোড়া দায়িত্ব। পাশাপাশি সূত্র বলছে, সমস্যা দেখে গিয়েছে প্রযোজক সংস্থার সঙ্গেও। সোনু সুদ তাঁর দায়িত্বে কতটা সফল হন, এখন সেটাই দেখার।

 আরও  পড়ুন:Bengali Film Shooting: পাহাড়ে কেমন শুটিং হল বাংলা ছবি ‘চিরসখা হে’-এর?

আরও পড়ুন: Bonny Koushani: বনির ‘অতিমানব’ হয়ে ওঠার গুরুদায়িত্ব এবার কৌশানির কাঁধে!