কোপ পড়তে চলছে বিগবস-বিজেতা রুবিনা দিলায়েকের উপার্জনে! নেপথ্যে কে?

BigBoss 15: বিগবস ১৪তে জয়ী হয়ে রুবিনা আবার ফেরত এসেছিলেন তাঁর ধারাবাহিক 'শক্তি অস্তিত্ব এহসাস কি'তে। সূত্র বলছে সেই ধারাবাহিক নাকি খুব শীঘ্রই শেষ হতে চলেছে।

কোপ পড়তে চলছে বিগবস-বিজেতা রুবিনা দিলায়েকের উপার্জনে! নেপথ্যে কে?
রুবিনা দিলায়েক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 9:24 AM

রুবিনা দিলায়েক, বিগবস ১৪ তে বিজয়ী হিসেবে যাকে দেখেছিলেন আপনি। সাম্প্রতিক খবর, রুবিনার উপার্জনে নাকি পড়তে চলেছে কোপ। আর এর পিছনে দায়ী, তাঁরই জেতা শো বিগবস। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে এমনটাই।

বিগবস ১৪তে জয়ী হয়ে রুবিনা আবার ফেরত এসেছিলেন তাঁর ধারাবাহিক ‘শক্তি অস্তিত্ব এহসাস কি’তে। সূত্র বলছে সেই ধারাবাহিক নাকি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সৌজন্যে বিগবসের নয়া সিজন। হ্যাঁ, সিজন ১৫ যে আসছে সে কথা ইদের দিন নিজেই জানিয়েছিলেন সলমন। আর নতুন শো এলে পুরনোকে জায়গা ছেড়ে দেওয়াই রেওয়াজ। সে কারণেই নাকি চ্যানেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে চলেছেন। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ নিয়ে অফিসিয়ালি কোনও বিবৃতি দেয়নি। তবে খবর যদি সত্যি হয়, তবে ধারাবাহিক থেকে আপাতত রুবিনার উপার্জন বন্ধ। রুবিনা ফ্যানেরা, দুঃখ পাওয়ার কোনও কারণ নেই। আপনার প্রিয় নায়িকাকে দেখতে পারবেন বিগ-স্ক্রিনে। কারণ খুব শীঘ্রই বলি ডেবিউ হতে চলেছে তাঁর।

এই বছরই প্রথম টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বিগ বস। এ প্রসঙ্গে সলমনের বক্তব্য, “বিগ বস এ বার প্রথম ডিজিটালে। দর্শক আনন্দ তো পাবেনই। একই সঙ্গে অংশগ্রহণও করতে পারবেন। বিগ বসের বিভিন্ন কাজে দর্শককে দেখা যাবে। সব প্রতিযোগীদের আমি বলব, তৈরি হও। বিগবস-এর বাড়িতে সক্রিয় থাকতে হবে, বিনোদন দিতে হবে এবং নিজেদের সঠিক ভাবে পরিচালনা করতে হবে।” ‘বিগ বস ১৪’-এ রুবিনা দিলক প্রথম হয়েছিলেন। এ বার কার পালা, তার জন্য প্রতীক্ষায় দর্শক।

View this post on Instagram

A post shared by Voot (@voot)

শোনা যাচ্ছে, বিগবস-র এই সিজনটি নাকি ছয় সপ্তাহ ধরে টেলিকাস্ট হতে চলেছে। তবে প্রথমেই টিভিতে নয়। ১২ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই সিজন নাকি ওটিটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রথমে দেখানও হবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। এর মধ্যে কিছু জনকে বাদ দিয়ে আর কিছু প্রতিযোগীকে আবারও নিয়ে ১২ জনের নতুন একটি দল গঠন করে তবেই তা টিভিতে আনবেন নির্মাতারা।

আরও পড়ুন- ‘… আমি ভাগ্যবান আমি বেঁচে আছি’, রাজের গ্রেফতারির পর অবশেষে নীরবতা ভাঙলেন শিল্পা

সূত্র আরও বলছে, এই সিজনে নাকি দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকেও। রিয়া যদি বিগবস হাউজে প্রবেশ করে তবে দর্শকমহলে এর দ্বৈত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুশান্ত কাণ্ডের পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। গত বছর ভারতের গুগুল সার্চে রিয়ার নাম ছিল দ্বিতীয় নম্বরে। তাঁকে নিয়ে কম আলোচনা হয়নি। বছর ঘুরতে চললেও সেই আলোচনার রেশ জারি। তাই রিয়া যদি বিগবসে ঢোকেন তবে তা হতে পারে ওই রিয়ালিটি শো’র তুরুপের তাস।