আরে সাবধান! আর একটু হলেই তো আমার প্রেমে পড়ে যেতে: শ্রীমা ভট্টাচার্য
খোলা পিঠ আর লাল লিপস্টিকে তিনি হট। সঙ্গত দিয়েছে লাল নেলপলিশও। চোখ-মুখে মায়ার রেশ।
লেখক বলেছেন, ‘প্রেমে পড়া বারণ… কারণে অকারণ’। কিন্তু মনে না। প্রেম আসে, প্রেম যায়– মনের কোণে দাগ কাটে স্মৃতি। তাতে নিয়ন্ত্রণ নেই মস্তিষ্কের। একবার প্রেমে পড়লে ব্যাপারটা জটিল, তাই প্রেমে পড়ার আগেই সাবধান বাণী শোনাচ্ছেন শ্রীমা। সাফ বলেছেন, “আরে আরে সাবধান…”।
খোলা পিঠ আর লাল লিপস্টিকে তিনি হট। সঙ্গত দিয়েছে লাল নেলপলিশও। চোখ-মুখে মায়ার রেশ। সেই পোস্টেরই ক্যাপশনে শ্রীমা লিখছেন, “আরে আরে সাবধান!!! আর একটু হলেইতো আমার প্রেমে পড়ে যেতে।” সঙ্গে এক উইঙ্ক ইমোজি। রসিকতা করেছেন অভিনেত্রী। মজার ছলেই করেছেন পোস্ট। তবু নেটিজেনরা শত সাবধানী বাণী শুনেও কিছুতেই শুনছেন না, প্রমাণ শ্রীমার কমেন্ট বক্স।
একজন লিখেছেন ‘আগে বলতে হতো’। আর একজনের বক্তব্য, “এই কথা আগে বলে দিলে কত ভাল হতো। গৌরব রায় চৌধুরীর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পর আপাতত নিজেকে সিঙ্গল বলে দাবি করেন শ্রীমা। সূত্রে খবর, দিন কয়েক আগে গৌরব অসুস্থ হওয়ার পর তাঁর পুরনো ঠিকানা থেকেও পৌঁছেছিল ফোন। যদিও মেলেনি উত্তর। গৌরবের টলি ডেবিউ হয়েছে সদ্য। অন্যদিকে হাতেও রয়েছে বেশ কয়েকটি। এরই মধ্যে কার জন্য শ্রীমার ওই ক্যাপশন?উত্তর পাওয়া যায়নি।
আরও পড়ুন-‘একজন মা হিসেবে বলতে চাই..’, পর্নকাণ্ডে স্বামীর গ্রেফতারির পর প্রথম বার অফিসিয়াল বিবৃতি শিল্পার
View this post on Instagram
আরও পড়ুন-‘একজন মা হিসেবে বলতে চাই..’, পর্নকাণ্ডে স্বামীর গ্রেফতারির পর প্রথম বার অফিসিয়াল বিবৃতি শিল্পার