Shruti Das: ঘুচল আইবুড়ো তকমা, সাত পাকে বাঁধা পড়লেন শ্রুতি-স্বর্ণেন্দু
Viral Post: রবিবার আইনি মতে বিয়ের সেরে ফেললেন এই জুটি। সাদা কেকের ওপর ক্রিমের লাল গোলাপ সঙ্গে লেখা মিস থেকে মিসেস। ভক্তদের জন্য এইটুকু পোস্টটি ছিল যথেষ্ট।
টলিপাড়ায় আবার বিয়ের খবর। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শুটিং সেট থেকেই প্রকাশ্যে আসে সম্পর্কে জল্পনা। না না বিতর্ক পেরিয়ে, আজ সার্থক তাঁদের সম্পর্ক। আইনি মতে এবার স্বর্ণেন্দুর রাঙা বউ হলেন শ্রুতি। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্কের খবর বারবার খবরের চর্চয়ের জায়গা করে নিয়েছে। শ্রুতি ও স্বর্ণেন্দুর মধ্যে থাকা সম্পর্কে সমীকরণ ঠিক কতটা গভীর, সময়ের সঙ্গে সঙ্গে এই সত্যি নিজেরাই তা প্রমাণ করে দিয়েছেন। তবে এবার আর কেবল সম্পর্কে জল্পনা নয়, একেবারে স্বর্ণেন্দুর ঘরণী হয়ে উঠলেন শ্রুতি। যদিও বিয়ের খবর কোনও ভাবেই প্রকাশ্যে আসতে দেয়নি তাঁরা।
রবিবার আইনি মতে বিয়ের সেরে ফেললেন এই জুটি। সাদা কেকের ওপর ক্রিমের লাল গোলাপ সঙ্গে লেখা মিস থেকে মিসেস। ভক্তদের জন্য এইটুকু পোস্টটি ছিল যথেষ্ট। মুহূর্তে ভাইরাল হল জুটির বিয়ের খবর। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি থেকে ভক্ত সকলেরই পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছা জানিয়ে গেলেন। বর্তমানে তাঁরা একই ধারাবাহিকে কাজ করছেন। রাঙাবউয়ের সেটে একসঙ্গে সময় কাটে তাঁদের। ত্রিনয়নী ধারাবাহিকে প্রথম একে অপরের প্রতি ভাললাগা অনুভব করেন এই জুটি। সেই তবে থেকেই সম্পর্কে জল্পনা তুঙ্গে, সময় যতই বেড়েছে ততই দৃঢ় হয়েছে তাদের প্রেম।
View this post on Instagram
তবে সম্পর্ক নিয়ে কোনও রকম লুকোচুরি নয়, প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে দ্বিধাবোধ করতেন না এই জুটির কেউই। তবে এবার তাঁদের নতুন সফর শুরু হওয়ায় বেজায় খুশি ভক্তরা। তাঁদের আগামীর জন্য শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত সকলেই। যদিও নব দম্পতির বিয়ের ছবি এখনও অদেখায় থেকে গেল ভক্তদের। তাই এখন অপেক্ষায় পলক গুনছেন সকলে। কারণ, কেবল মাত্র কেকের ছবি ছাড়া আর কোনও ছবি পোস্ট করেননি তাঁরা। দুজনেই সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনলেও বিবাহিত জুটিকে দেখতে এখন মরিয়া সকলেই।