Urfi Javed: যৌনতা প্রসঙ্গে ওটিটি-কে কটাক্ষ আমিশার, ‘২৫ বছর কাজ ছিল না তো…’, তোপ উরফির

Controversy: 'গাদার ২' ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই ছবি প্রচারেই এখন ব্যস্ত অভিনেত্রী। তবে কথা প্রসঙ্গে ওটিটি নিয়ে একি বলে বসলেন তিনি!

Urfi Javed: যৌনতা প্রসঙ্গে ওটিটি-কে কটাক্ষ আমিশার, '২৫ বছর কাজ ছিল না তো...', তোপ উরফির
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 10:13 PM

সম্প্রতিতে বারবার বিতরকের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। আর্থিক তচ্ছরূপের মামলায় জর্জরিত আমিশা প্যাটেল বহুদিন পর ফিরলেন পর্দায়। গাদার ২ ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই ছবি প্রচারেই এখন ব্যস্ত অভিনেত্রী। তবে কথা প্রসঙ্গে ওটিটি নিয়ে এ কী বলে বসলেন তিনি! সম্প্রতি ওটিটিকে কটাক্ষ করতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ওটিটি সমকামীতায় ভরপুর…। সিরিজের এই বিষয়বস্তুই শিশুদের জন্য ক্ষতিকারক। ওটিটিতে সমকামীতাকে বেশি মাত্রায় দেখানো হচ্ছে। তা শিশু মনে প্রভাব ফেলতে পারে। এরপরই আমিশা প্যাটেলকে তোপ দাগলেন ভাইরাল কুইন উরফি জাভেদ।

স্পষ্টই আমিশাকে কটাক্ষ করে উরফি উল্লেখ করেন, এই সমকামীতা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই ধরনের বিষয় নিয়ে মন্তব্য করার আগে উচিত নিজেকে এ প্রসঙ্গে শিক্ষিত করা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ক্লিপিং শেয়ার করে উরফি লিখলেন, ”সত্যিকারের সমকামীতা কী? সন্তানদের এটা থেকে সরিয়ে রাখতে হবে? তাহলে তিনি যখন বললেন, কাহো না পেয়ার হ্যায়, তখন তা অসকামী ব্যক্তিদের উদ্দেশে বললেন। একজন জনপ্রিয় ব্যক্তির প্রকাশ্যে এই প্রসঙ্গে মন্তব্য করার আগে নিজেকে শিক্ষিত করে নেওয়া উচিত। ২৫ বছর কাজ না পাওয়া তাঁকে তিক্ত করে তুলেছে। ”

যদিও উরফি জাভেদের এই মন্তব্যে আমিশা প্যাটেলকে কিছু বলতে শোনা যায়নি। কিন্তু অভিনেত্রী যে ঠিক কোন মানসিকতা থেকে এই মন্তব্য করেছেন, তাকে কটাক্ষ করতে ছাড়েননি কেউইষ ঝড়ের গতিতে ভাইরাল হয় আমিশা প্যাটেলের এই মন্তব্য, যা পলকে সকলের নজর কাড়ে। কেবল কটাক্ষই নয়, আবারও শুরু আমিশা প্যাটেলকে নিয়ে তর্জা তুঙ্গে।